ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ Logo ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়: শাকিব খান Logo যুক্তরাজ্যে গেলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু! Logo নওগাঁ ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা Logo নির্বাচন দ্রুত হওয়া প্রয়োজন, নয়তো ষড়যন্ত্র বাড়বে: তারেক রহমান Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা

আ’লীগ এবারেও ক্ষমতায় আসবে: এমপি সেলিম নওগাঁ-৩

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম বলেছেন, ‘সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতাভোগী ও তাদের পরিবারের সদস্যরা ভোট দিলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।’

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে তিনি তার নির্বাচনী এলাকা নওগাঁর মহাদেবপুর উপজেলার স্বরসতিপুর হাইস্কুল মাঠে ভীমপুর ইউনিয়নের বিভিন্ন ভাতাভোগীদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।

ইউনিয়নের বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী, ভিজিডি, ভিজিএফ, ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি, টিসিবির কার্ডধারি, ১৫ টাকা কেজির চালপ্রাপ্ত, আবিাসীদের বিভিন্ন উপকরণ পাওয়া, বৃত্তি পাওয়া প্রভৃতি ভাতাভোগী এবং ক্বওমী মাদ্রাসা ও ক্যাপিটেশন গ্রান্ডপ্রাপ্ত ৩৪টি এতিমখানার মোহতামিমসহ কয়েক হাজার নারী-পুরুষ সমাবেশে অংশ নেন।

এমপি বলেন, ‘এই ইউনিয়নে ছয় হাজার ভাতাভোগী রয়েছেন। এরা যদি ক্ষেপেন তাহলে আর কাউকে লাগবেনা। গড়ে তাদের প্রত্যেকের পরিবারে ছয়জন করে সদস্য রয়েছেন। এরমধ্যে যদি তিনটি করেও ভোট আসে তাহলে ১৮ হাজার ভোট হয়। এই ইউনিয়নে মোট ভোটার ২৪ হাজার। প্রতিটি ইউনিয়ন থেকে এরমক অর্ধেকের বেশি ভোট আসলে আওয়ামী লীগকে কেউ ঠেকাতে পারবেনা।’

এমপি একজন করে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাভোগী ও একজন ক্বওমী মাদ্রাসার মোহতামিমকে মঞ্চে ডেকে নিয়ে আওয়ামী লীগ সরকারের ভাতা পাওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন কিনা জানতে চান। তারা সকলেই নৌকা ছাড়া অন্য কোথাও ভোট দিবেন না বলে জানান। এমপি জানতে চাইলে সমাবেশে উপস্থিত সকলেই দুই হাত তুলে নৌকায় ভোট দিবেন বলে জানান।

ছলিম উদ্দিন তরফদার বলেন, তিনি একবার বিদ্রোহী প্রাথী হিসেবে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেন। এ ছাড়া বিদ্রোহী প্রার্থী হয়ে একবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালে বিদ্রোহী প্রার্থী হয়ে কলস মার্কায় স্বতন্ত্র এমপি নির্বাচিত হন। এরপর ২০১৮ সালের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতিক দেন। এবারও তিনি নির্বাচিত হন। আগামী নির্বাচনেও তিনি নৌকার মনোনয়ন পাবেন।

তবে যে কেউ প্রার্থী হোক না কেন তিনি নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

গত তিন টার্মে বিনএপির মনোনয়নে নির্বাচিত ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রাম প্রসাদ ভদ্র সমাবেশে সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘এমপি সাহেব সকলের কাছে নৌকায় ভোট চেয়েছেন। আপনারা তাকে নৌকা মার্কায় ভোট দিবেন এই আশা করছি।’ অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদনসহ মহাদেবপুর ও বদলগাছী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এতে বক্তব্য দেন।

 

বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

আ’লীগ এবারেও ক্ষমতায় আসবে: এমপি সেলিম নওগাঁ-৩

আপডেট সময় ০১:৩৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম বলেছেন, ‘সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতাভোগী ও তাদের পরিবারের সদস্যরা ভোট দিলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।’

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে তিনি তার নির্বাচনী এলাকা নওগাঁর মহাদেবপুর উপজেলার স্বরসতিপুর হাইস্কুল মাঠে ভীমপুর ইউনিয়নের বিভিন্ন ভাতাভোগীদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।

ইউনিয়নের বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী, ভিজিডি, ভিজিএফ, ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি, টিসিবির কার্ডধারি, ১৫ টাকা কেজির চালপ্রাপ্ত, আবিাসীদের বিভিন্ন উপকরণ পাওয়া, বৃত্তি পাওয়া প্রভৃতি ভাতাভোগী এবং ক্বওমী মাদ্রাসা ও ক্যাপিটেশন গ্রান্ডপ্রাপ্ত ৩৪টি এতিমখানার মোহতামিমসহ কয়েক হাজার নারী-পুরুষ সমাবেশে অংশ নেন।

এমপি বলেন, ‘এই ইউনিয়নে ছয় হাজার ভাতাভোগী রয়েছেন। এরা যদি ক্ষেপেন তাহলে আর কাউকে লাগবেনা। গড়ে তাদের প্রত্যেকের পরিবারে ছয়জন করে সদস্য রয়েছেন। এরমধ্যে যদি তিনটি করেও ভোট আসে তাহলে ১৮ হাজার ভোট হয়। এই ইউনিয়নে মোট ভোটার ২৪ হাজার। প্রতিটি ইউনিয়ন থেকে এরমক অর্ধেকের বেশি ভোট আসলে আওয়ামী লীগকে কেউ ঠেকাতে পারবেনা।’

এমপি একজন করে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাভোগী ও একজন ক্বওমী মাদ্রাসার মোহতামিমকে মঞ্চে ডেকে নিয়ে আওয়ামী লীগ সরকারের ভাতা পাওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন কিনা জানতে চান। তারা সকলেই নৌকা ছাড়া অন্য কোথাও ভোট দিবেন না বলে জানান। এমপি জানতে চাইলে সমাবেশে উপস্থিত সকলেই দুই হাত তুলে নৌকায় ভোট দিবেন বলে জানান।

ছলিম উদ্দিন তরফদার বলেন, তিনি একবার বিদ্রোহী প্রাথী হিসেবে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেন। এ ছাড়া বিদ্রোহী প্রার্থী হয়ে একবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালে বিদ্রোহী প্রার্থী হয়ে কলস মার্কায় স্বতন্ত্র এমপি নির্বাচিত হন। এরপর ২০১৮ সালের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতিক দেন। এবারও তিনি নির্বাচিত হন। আগামী নির্বাচনেও তিনি নৌকার মনোনয়ন পাবেন।

তবে যে কেউ প্রার্থী হোক না কেন তিনি নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

গত তিন টার্মে বিনএপির মনোনয়নে নির্বাচিত ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রাম প্রসাদ ভদ্র সমাবেশে সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘এমপি সাহেব সকলের কাছে নৌকায় ভোট চেয়েছেন। আপনারা তাকে নৌকা মার্কায় ভোট দিবেন এই আশা করছি।’ অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদনসহ মহাদেবপুর ও বদলগাছী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এতে বক্তব্য দেন।