নিউজিল্যান্ডের আগামী দুই ম্যাচের ভেন্যু চেন্নাইয়ের এমএ চিদামবারাম স্টেডিয়ামে। স্পিন বান্ধব উইকেট হিসেবে এই স্টেডিয়ামের পরিচিতি আছে। আর কিউইদের দুই প্রতিপক্ষ বাংলাদেশ ও আফগানিস্তান স্পিন বোলারদের জন্য প্রসিদ্ধ। দুই দলই স্পিন বান্ধব উইকেটে খেলে অভ্যস্ত।
তাই কি না এ ধরনের উইকেটে নিজেদের আগামী দুই ম্যাচের প্রতিপক্ষকে ‘বিশ্বমানের’ বলে আখ্যা দিয়েছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান ডেরিল মিচেল। চেন্নাইয়ে নিউজিল্যান্ডের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। আগামী শুক্রবার হবে ম্যাচটি। বাংলাদেশ দলে সাকিব আল হাসানের সঙ্গে স্পিন বিভাগে আছেন মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
তেমনি আফগানিস্তান দলে আছে রশিদ খান, মুজিব-উর-রহমান, মোহাম্মদ নবি ও নুর আহমেদদের মতো বৈচিত্র্যময় স্পিন আক্রমণ। মানসম্পন্ন স্পিনের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছেন মিচেল। তবে চেন্নাইয়ের উইকেটে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জও দেখছেন তিনি, ‘চেন্নাইতে টার্নিং উইকেটেই খেলা বেশি হয়ে থাকে। এখানে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিয়েই আমাদের খেলতে হবে।
এমন উইকেটে বাংলাদেশ ও আফগানিস্তান দুই দলই বিশ্বমানের। ব্যক্তিগতভাবে আমি খুবই রোমাঞ্চিত এই ম্যাচগুলোকে সামনে রেখে। কিছু চ্যালেঞ্জ থাকলেও আমাদের চেষ্টা থাকবে এই ম্যাচগুলো জেতার।’
অবশ্য বৈচিত্র্যময় স্পিন আক্রমণ আছে নিউজিল্যান্ডেরও। দলে আছেন দুই বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার ও রাচিন রবিন্দ্র।
লেগ স্পিনার বিভাগে আছেন ঈশ সৌধি। অফ স্পিনেও হাত ঘুরাতে দেখা গেছে গ্লেন ফিলিপসকে। সৌধি এখনো ম্যাচ খেলার সুযোগ পাননি। স্যান্টনার এরমধ্যে এবারের বিশ্বকাপে প্রথম ফাইফার নিজের নামে লিখিয়েছেন।
নিউজিল্যান্ড নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতেছে। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে কিউইরা। জোড়া সেঞ্চুরি করেছেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। দ্বিতীয় ম্যাচেও নেদারল্যান্ডসও নিউজিল্যান্ডের জয়রথ থামাতে পারেনি।