ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

অর্থের অভাবে চিকিৎসা করতে না পেরে গলায় ফাঁস নিলো কিশোর

  • ডেক্স রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • ১৬০৫ Time View

 অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে আত্মহত্যা করেছে  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোহাম্মদ রকিবুল হাসান (১৭) নামে এক কিশোর।

রোববার (৮ অক্টোবর) সকালে দক্ষিণ আজিবপুর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। রকিবুল বরগুনার বেতাগীর পূর্ব রানীপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। সে সিদ্ধিরগঞ্জ    উপজেলার ৪ নং ওয়ার্ডের  দক্ষিণ আজিবপুর এলাকায় বসবাস করতো।

রকিবুল হাসানের বড় বোন শারমিন বলেন, বাবা মারা যাওয়ার পর থেকে ছোটভাই ইজিবাইক চালিয়ে সংসারের খরচ দিয়ে আসছিল। কিন্তু কয়েকমাস আগে ট্রাকের সঙ্গে সংঘর্ষে তার ডান পা ভেঙে যায়। অর্থের অভাবে তার পায়ের চিকিৎসা বন্ধ থাকে। দিনের পর দিন সে আরও অসুস্থ হয়ে পড়ছিল। এসব বিষয় নিয়ে অনেক হতাশ ছিল রকিবুল। এ কারণেই সে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক  বলেন, সকালে ওই কিশোর আত্মহত্যা করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে আনা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

অর্থের অভাবে চিকিৎসা করতে না পেরে গলায় ফাঁস নিলো কিশোর

আপডেট সময় ১০:৩৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

 অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে আত্মহত্যা করেছে  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোহাম্মদ রকিবুল হাসান (১৭) নামে এক কিশোর।

রোববার (৮ অক্টোবর) সকালে দক্ষিণ আজিবপুর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। রকিবুল বরগুনার বেতাগীর পূর্ব রানীপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। সে সিদ্ধিরগঞ্জ    উপজেলার ৪ নং ওয়ার্ডের  দক্ষিণ আজিবপুর এলাকায় বসবাস করতো।

রকিবুল হাসানের বড় বোন শারমিন বলেন, বাবা মারা যাওয়ার পর থেকে ছোটভাই ইজিবাইক চালিয়ে সংসারের খরচ দিয়ে আসছিল। কিন্তু কয়েকমাস আগে ট্রাকের সঙ্গে সংঘর্ষে তার ডান পা ভেঙে যায়। অর্থের অভাবে তার পায়ের চিকিৎসা বন্ধ থাকে। দিনের পর দিন সে আরও অসুস্থ হয়ে পড়ছিল। এসব বিষয় নিয়ে অনেক হতাশ ছিল রকিবুল। এ কারণেই সে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক  বলেন, সকালে ওই কিশোর আত্মহত্যা করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে আনা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।