গত দুই আসরের দুঃস্বপ্ন কী দেখতে শুরু করেছিলো বার্সেলোনা! এফসি পোর্তোর বিপক্ষে খেলতে গিয়ে কঠিন লড়াই করতে হলো। পরিবর্তিত ফুটবলার ফেরান তোরেস কোনোমতে একটি গোল করার ফলে রক্ষা। না হয়, পয়েন্ট হারিয়েই ফিরতে হতো বার্সা ফুটবলারদের।
৩৪তম মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় দলের মূল স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কিকে। তার পরিবর্তে মাঠে নামেন ফেরান তোরেস। ৪৫+১ মিনিটের মাথায় তিনিই বার্সার হয়ে একমাত্র জয়সূক গোলটি করেন। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হরো না। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে কোনোমতে জয় নিয়ে ফিরলো বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের গত দুই আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিলো বার্সেলোনাকে। এবার এ কারণে খুব বেশি সতর্ক তারা। আবার পোর্তোর বিপক্ষে ম্যাচটি ছিল কোচ জাভির শততম ম্যাচ। কিন্তু এই ম্যাচেও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিলো বার্সাকে।
প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়া রবার্ট লেওয়ানডস্কির বদলি হিসেবে মাঠে নেমে যোগ করা সময়ে (৪৫+১) ইলকায় গুন্দোয়ানের পাস থেকে গোল করেন তোরেস। এ ম্যাচে লামিনে ইয়ামালকে রাইট উইংয়ে খেলান জাভি, ১৬ বছর ৮৩ দিন বয়সে মাঠে নেমে একটি রেকর্ডও গড়েন স্প্যানিশ উইঙ্গার। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে কোনো দলের প্রথম একাদশের হয়ে মাঠে নামার রেকর্ড গড়লেন ইয়ামাল।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা মিডফিল্ডার গাবি। তবে অফসাইডের কারণে একটি গোল হজম করা থেকে বেঁচে গেছে বার্সা। আর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পোর্তোর একটি পেনাল্টির দাবিও নাকচ করেছে। ২ ম্যাচে মোট ৬ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে বার্সা।