নওগাঁর মান্দায় আরিফ হোসেন (২২) এবং জনি আক্তার (১৭) নামে দু তরুন তরুনীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ আগষ্ট) সকাল ১০ টার দিকে উপজেলার ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের তুলশিরামপুর মধ্যপাড়ার জনৈক আব্দুর রহমানের একটি ইউক্যালিপ্টাসের বাগান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত আরিফ হোসেন তুলশিরামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে এবং জনি আক্তার একই গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, নিহত আরিফ হোসেন ২০১৯ সালে দোয়ানী দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়ে পাশ করার পর অদ্যবধি নিজ বাড়িতে কৃষি কাজের সাথে জড়িত ছিলো। অপরদিকে জনি আক্তার ও ওই মাদ্রাসা থেকে এবারে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে। নিহতদের বাড়ি একই এলাকায় । কিন্তু ছেলের শারিরিক অক্ষমতার বিষয়টি জানার পর মেয়ের পরিবার তাদের প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখছিলেন। এমতাবস্থায় তারা দু’জনে গতকাল সন্ধায় রাতে বাড়ি থেকে পালিয়ে যায় । তবে নিহত জনি আকতার একটি চিরকুট লিয়ে যায় বাড়ীতে । সেখানে সে উল্লেখ কওে আমাকে ক্শা করোআমি মিজানুরের সাথে চলে গেলাম । মেয়েটির পরিবার জানায় যদিও মিজানুরের সাথে তাদেও প্রেমের সম্পর্ক কিন্ত মিজানুর ঘটনাস্থলে নেই । আর আরিফ একই এলাকার তার সাথে যাওয়ার কোন কারণ ছিল না । ঘটনার নেপথ্যে মিজানুর কে খুঁজছে পুলিশ ।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, আজ সোমবার সকালে তুলশিরামপুর গ্রামের একটি ইউক্যালিপ্টাসের বাগানে তাদের দুজনের লাশ দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের লাশ উদ্ধারের সময় তাদের পাশে পড়া থাকা অবস্থায় গ্যাস ট্যাবলেট, ঘুমের ট্যাবলেট, জন্ম নিবন্ধন কার্ড, পানির বোতল এবং থ্রি-পিস ও অন্যান্য পোশাকসহ একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিজানুর সহ আরো বেশ কয়েকজন যুবক সাথে ছিল । লাশের প্রাথমিক সুরত হালে জনি আখতারকে ধর্ষন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
ওসি আরও জানান, লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।