১৪ বছর আগে তৃনমুল মানুষের আর্থ- সামাজিক উন্নয়ন ও মানব সেবার প্রত্যয় নিয়ে ডিসেম্বর মাসে প্রতিষ্টা করা হয় বন্ধু মিতালী ফাউন্ডেশন ।পরিচালনা পরিষদের যোগ্য নেতৃত্ব ও একদল দক্ষ কর্মকর্তা কর্মচারীর শ্রম মেধা নিষ্টায় শহর গ্রাম থেকে তৃনমুলের মানুষের কাছে পৌছে যায় বন্ধু মিতালী ফাউন্ডেশনের সেবা । সামাজিক কর্মকান্ডের পাশাপাশী সরকারের কাংখিত ভিশন অর্জনে বন্ধু মিতালী ফাউন্ডেশন কাজ করছে যুগপত ভাবে ।
সময়ের সাথে পাল্লা দিয়ে গনমুখী নানা পরিকল্পনা বাস্তবায়ন করার ফলে সাধারণ মানুষের আস্থার কেন্দ্র হয়ে উঠে বন্ধু মিতালী ফাউন্ডেশন । এভাবেই গৌরব আর সাফল্যর এক যুব পেরিয়ে ১৪ বছরে পা ফেললো বন্ধু মিতালী ফাউন্ডেশন । দিনটিকে ঘিরে খাস নওগাঁ পোষ্ট অফিস পাড়া প্রতিষ্টানের প্রধান কার্যালয়ে নেওয়া হয় নানা কর্মসুচী ।
কর্মকর্তা কর্মচারীরা সহ উপকার ভুগীদের মিলন মেলায় পরিনত হয় কার্যালয় । পরিচালনা পরিষদের পক্ষ থেকে সেবা গ্রহিতা ও উপকার ভুগীদের জানানো হয় শুভেচ্ছা ও অভিনন্দন । এ ছাড়া সেবার ধাপ আরো প্রসার করে সমাজ সেবা ও আর্থ- সামাজিক উন্নয়নে আরো দায়িত্ব বাড়ানোর তাগিদ দেওয়া হয় কর্মকর্তা ও কর্মচারীদের । সুন্ধায় ভবনে মিলাদ মাহফিল অনুষ্টিত হয় । এতিম ও মাদ্রাসা ছাত্র দের নিয়ে বিশেষ দোয়া করা হয় ।