বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এর নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অদ্য মঙ্গলবার ১৫ নভেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁও এর পদ্মা লাউন্সে সকাল ১১টায় অনু্ষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিসি কডিনেটর ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন ড. সীতেশ চন্দ্র বাছার বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব শফিউজ্জামান সহ আরো অনেকে। উপস্থিত ছিলেন ওষুধ শিল্প মালিকবৃন্দ।