বিনোদন ডেক্সঃ টক অব দ্য টাউনে শাকিব-বুবলী। এ জুটির সঙ্গে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে ঢালিউডের এ প্রজন্মের নায়িকা পূজা চেরির নাম। বাতাসে গুঞ্জন, শাকিব খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পূজা! যদিও গুঞ্জনের সত্যতা নিশ্চিত করা যায়নি।
এসব কারণে নাকি ঢালিউডের ভাইজানখ্যাত অভিনেতা শাকিব খান যুক্তরাষ্ট্রে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবার শোনা যাচ্ছে পূজা চেরিও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না। শাকিবের পর হঠাৎ করেই পূজার যুক্তরাষ্ট্রে না যাওয়ার সিদ্ধান্তের বিষয়টি অন্য চোখে দেখছেন চলচ্চিত্র অঙ্গনের অনেকে।অনেকেই বলছেন শাকিব যাচ্ছেন না, এ কারণেই নাকি পূজাও যুক্তরাষ্ট্রে যাবেন না।
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে পাঁচ বছরের ভিসা পেয়েছেন অভিনেত্রী পূজা চেরি। রোববার (১৬ অক্টোবর) কুইন্সের আমাজুরা কনসার্ট হলে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের আসর বসবে। সেই অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল পূজার।
শাকিব না যাওয়ায় পূজাও যাচ্ছেন না এমন গুঞ্জন বিষয়ে নায়িকা বলেন, ‘এটি এখন নতুন ইস্যু হলো। যা বলা হচ্ছে, তা ঠিক নয়। স্রেফ গুজব।’ তিনি বলেন, আমার শুটিংয়ের কাজ পড়ে গেছে। এ কারণে আমি আপাতত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।