স্টাফ রিপোর্টারঃ ইভিএমে ভোট দিতে গিয়ে অনেকে পড়ছেন আঙ্গুলের ছাপ নিয়ে সমস্যায়। কী করবেন তারা? ভোট দেবেন কীভাবে? প্রশ্ন রাখা হয়েছিল কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শায়েদুন্নবী চৌধুরীর কাছে।
জবাবে তিনি বলেন, যাদের আঙ্গুলের ছাপ মিলছে না, তারাও ভোট দিতে পারবেন। এটি নিয়ে সমস্যা হবে না। তবে কী পদ্ধতি এই ভোট হবে, তা স্পষ্ট করে বলেননি তিনি।
বুধবার সকাল আটটায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ভোট শুরু হয়। তার দেড় ঘণ্টা পরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি স্কুল কেন্দ্রের ভোট পরিদর্শনে গেলে সাংবাদিকরা তার সঙ্গে কথা বলেন। জবাবে তিনি এ কথা বলেন।
বুথ কমিয়ে দেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বুথ কমিয়ে দেওয়া কখনোই সম্ভব না। কমানোর কোনোভাবেই সম্ভব না। কিছু কিছু স্কুল কলেজ খুব ছোট। বাধ্য হয়ে আমাদের এক রুমে দুইটা বুথ করতে হয়েছে।
ইভিএম মেশিনের যান্ত্রিক ত্রুটির বিষয়ে তিনি বলেন, ইভিএমগুলোতে ছোটখাটো সমস্যা থাকলে, লোক আছে, তারা সমাধান করে দেবে।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, সিটির ২৭টি ওয়ার্ডে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। এবার নির্বাচনে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। আর হিজড়া ভোটার দুজন।
মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। এতে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী হয়েছেন।