নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় স্কুলছাত্রসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তিরা হলেন রানা আহমেদ (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র ও নাসির উদ্দিন (১৬) নামে এক কিশোর।
বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) খোকন কুমার সাহা বলেন, স্কুলছাত্র রানা আহমেদ উপজেলার রংছাতি ইউনিয়নের রাজাবাড়ি এলাকার বাসিন্দা গ্রাম পুলিশ জালাল উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে অধ্যয়নরত ছিলো।
অন্যদিকে নাসির উদ্দিন একই উপজেলার খারনৈ ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে।
তিনি আরও বলেন, সোমবার রাতে পুকুরে ডুবে মারা যায় কিশোর নাসির উদ্দিন। আর মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয় স্কুলছাত্র রানা আহমেদ। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।