ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :

ভাবিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দেবরকে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি : ভাবিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পাবনার বেড়ায় শিপন হোসেন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৪ মে) রাত ১০টার দিকে উপজেলার রুপপুর ইউনিয়নের ঘোপসেলোন্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিপন ওই গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে।

নিহতের ভাই লিটন হোসেন জানান, তার ভাবিকে প্রায়ই উত্ত্যক্ত করতেন একই গ্রামের ফজলু হোসেনের ছেলে সৌরভ। এর প্রতিবাদ করেছিলেন শিপন। দেড় বছর আগে এ নিয়ে দুই পরিবারের মধ্যে বেশ ঝামেলা হয়। তখন থানায় একটি মামলাও হয়েছে। এনিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাত ১২টার দিকে শিপন বাড়িতে ফিরছিলেন। বাড়ির সামনে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সৌরভ ও তার ভাই সম্রাট তাকে কুপিয়ে আহত করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, নিহতের ভাই আলী আকবর ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

ট্যাগস

রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ

ভাবিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দেবরকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৬:১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২

পাবনা প্রতিনিধি : ভাবিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পাবনার বেড়ায় শিপন হোসেন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৪ মে) রাত ১০টার দিকে উপজেলার রুপপুর ইউনিয়নের ঘোপসেলোন্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিপন ওই গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে।

নিহতের ভাই লিটন হোসেন জানান, তার ভাবিকে প্রায়ই উত্ত্যক্ত করতেন একই গ্রামের ফজলু হোসেনের ছেলে সৌরভ। এর প্রতিবাদ করেছিলেন শিপন। দেড় বছর আগে এ নিয়ে দুই পরিবারের মধ্যে বেশ ঝামেলা হয়। তখন থানায় একটি মামলাও হয়েছে। এনিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাত ১২টার দিকে শিপন বাড়িতে ফিরছিলেন। বাড়ির সামনে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সৌরভ ও তার ভাই সম্রাট তাকে কুপিয়ে আহত করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, নিহতের ভাই আলী আকবর ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।