নওগাঁর সাপাহারে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় ৬ নেতাকর্মীকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সাপাহার উপজেলা আ. লীগের এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে ওই ৬ ব্যক্তিকে আ. লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারা অনুযায়ী স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়। বিষয়টি পুরো উপজেলায় মাইকিংয়ের মাধ্যমে ঘোষণা করা হয়েছে।
বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন, সাপাহার সদর ইউপির বর্তমান চেয়ারম্যান উপজেলা আ. লীগের সহ-সভাপতি মো. আকবর আলী, উপজেলা যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান সরকার, শিরন্টি ইউনিয়নের আ. লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম আলতাব মাষ্টার, ইউনিয়ন আ. লীগের সদস্য মো. আনোয়ারুল হক চৌধুরী, আইহাই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান টিটু (মাস্টার) পাতাড়ী ইউনিয়নের সহ-সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান মো. মুকুল আমিন।
সাপাহার উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।