ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে এসে বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে এসে বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি:  ফরিদপুরের মধুখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে ডিসপ্লেতে অংশ নিতে এসে বাসচাপায় সাজেদা খানম (১৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

সাজেদা খানম উপজেলার রাইসুর নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, সাজেদা খানম উপজেলার রায়পুর ইউনিয়নের দামদরদী গ্রামের বকুল শেখের মেয়ে। মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বিদ্যালয় থেকে ডিসপ্লেতে অংশ নিতে আসার সময় মহাসড়ক পারাপার হতে গিয়ে এম এম পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।

আহত অবস্থায় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কবির সরদার বলেন, আহত শিক্ষার্থীর অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তা পারাপার হতে গিয়ে অসাবধানতার কারণে এ ঘটনা ঘটে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে এসে বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০৩:৪২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১

ফরিদপুর প্রতিনিধি:  ফরিদপুরের মধুখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে ডিসপ্লেতে অংশ নিতে এসে বাসচাপায় সাজেদা খানম (১৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

সাজেদা খানম উপজেলার রাইসুর নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, সাজেদা খানম উপজেলার রায়পুর ইউনিয়নের দামদরদী গ্রামের বকুল শেখের মেয়ে। মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বিদ্যালয় থেকে ডিসপ্লেতে অংশ নিতে আসার সময় মহাসড়ক পারাপার হতে গিয়ে এম এম পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।

আহত অবস্থায় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কবির সরদার বলেন, আহত শিক্ষার্থীর অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তা পারাপার হতে গিয়ে অসাবধানতার কারণে এ ঘটনা ঘটে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।