ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কোটি টাকার গানে শাকিব খান, সঙ্গে একঝাঁক তারকা Logo নওগাঁয় প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোশিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত Logo বনভূমি দখলকারীরা যত প্রভাবশালীই হোক, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: পরিবেশ উপদেষ্টা Logo বগুড়ায় ট্রাক চাপায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত Logo সেবার মাধ্যমে পুলিশের হারানো ইমেজ ফিরে পেতে হবে: ডিএমপি কমিশনার Logo টোল প্লাজায় বাসের ধাক্কায় ৬ জন নিহতের ঘটনায় চালক গ্রেফতার Logo স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: মাওলানা আব্দুল বাছিত Logo নওগাঁয় শব্দ সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo বিয়ে না, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা Logo পোড়া অফিস দেখে বিমর্ষ উপদেষ্টা আসিফ মাহমুদ

নড়াইলে টানা বৃষ্টিতে নষ্ট হচ্ছে ১৮ হাজার ৬৩২ হেক্টর জমির ফসল

নড়াইলে টানা বৃষ্টিতে নষ্ট হচ্ছে ১৮ হাজার ৬৩২ হেক্টর জমির ফসল

নড়াইল প্রতিনিধি:  নড়াইলে তিনদিনের টানা বৃষ্টিতে ১৮ হাজার ৬৩২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রবি ফসল গম, শরিষা, মসুর, বোরো ধানের বীজতলা, মরিচ, লাল শাক, বেগুন, শীতকালীন ফসল মূলা, বাঁধাকফি, ফুলকপি ও ওলকপির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে নড়াইলের কৃষকরা নিরাশ হয়ে পড়েছেন।

নড়াইল সদরের সিংগাশোলপুর ইউনিয়নের নলদীরচর গ্রামের মো. কালাম হোসেন বলেন, এ বছর আমিসহ অনেক কৃষক জমিতে গম, শরিষা, মসুর ও মরিচ রোপণ করেছি। কিন্তু টানা বৃষ্টিতে আমাদের সবার ফসল নষ্ট হয়ে যাবে। আমরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবো।

কৃষি বিভাগ জানিয়েছে, টানা এ বৃষ্টিতে সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে রবি ফসলের। তবে বৃষ্টি চলমান থাকায় ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি।

কৃষি সম্প্রসরণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৩ দিনের টানা বৃষ্টিতে ১ হাজার ৪৫ হেক্টর জমির শতিকালীন ফসল, ১৬২ হেক্টর জমির বোরো বীজতলা, ৫০ হেক্টর জমির মরিচ, ৭ হাজার ৭৩০ হেক্টর জমির সরিষা, ৭ হাজার ৫৪৫ হেক্টর জমির মসুর ডাল এবং ২ হাজার ১শ হেক্টর জমির গম ক্ষতিগ্রস্ত হয়েছে।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, গত ৩ দিনের টানা বৃষ্টিতে মরিচ, শতিকালীন ফসল, বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে সরিষা, গম ও মসুরের। প্রায় ৭০ ভাগ জমিতে এ তিনটি ফসল বপন সম্পন্ন হয়েছে। এখনও বৃষ্টি শেষ না হওয়ায় ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি। বৃষ্টির কারণে এ বছর রবি আবাদ বিলম্বিত হবে। এতে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার সম্ভাবনা বেশি।

ট্যাগস
সর্বাধিক পঠিত

কোটি টাকার গানে শাকিব খান, সঙ্গে একঝাঁক তারকা

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

নড়াইলে টানা বৃষ্টিতে নষ্ট হচ্ছে ১৮ হাজার ৬৩২ হেক্টর জমির ফসল

আপডেট সময় ০২:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১

নড়াইল প্রতিনিধি:  নড়াইলে তিনদিনের টানা বৃষ্টিতে ১৮ হাজার ৬৩২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রবি ফসল গম, শরিষা, মসুর, বোরো ধানের বীজতলা, মরিচ, লাল শাক, বেগুন, শীতকালীন ফসল মূলা, বাঁধাকফি, ফুলকপি ও ওলকপির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে নড়াইলের কৃষকরা নিরাশ হয়ে পড়েছেন।

নড়াইল সদরের সিংগাশোলপুর ইউনিয়নের নলদীরচর গ্রামের মো. কালাম হোসেন বলেন, এ বছর আমিসহ অনেক কৃষক জমিতে গম, শরিষা, মসুর ও মরিচ রোপণ করেছি। কিন্তু টানা বৃষ্টিতে আমাদের সবার ফসল নষ্ট হয়ে যাবে। আমরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবো।

কৃষি বিভাগ জানিয়েছে, টানা এ বৃষ্টিতে সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে রবি ফসলের। তবে বৃষ্টি চলমান থাকায় ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি।

কৃষি সম্প্রসরণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৩ দিনের টানা বৃষ্টিতে ১ হাজার ৪৫ হেক্টর জমির শতিকালীন ফসল, ১৬২ হেক্টর জমির বোরো বীজতলা, ৫০ হেক্টর জমির মরিচ, ৭ হাজার ৭৩০ হেক্টর জমির সরিষা, ৭ হাজার ৫৪৫ হেক্টর জমির মসুর ডাল এবং ২ হাজার ১শ হেক্টর জমির গম ক্ষতিগ্রস্ত হয়েছে।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, গত ৩ দিনের টানা বৃষ্টিতে মরিচ, শতিকালীন ফসল, বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে সরিষা, গম ও মসুরের। প্রায় ৭০ ভাগ জমিতে এ তিনটি ফসল বপন সম্পন্ন হয়েছে। এখনও বৃষ্টি শেষ না হওয়ায় ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি। বৃষ্টির কারণে এ বছর রবি আবাদ বিলম্বিত হবে। এতে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার সম্ভাবনা বেশি।