ঢাকা ০১:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় ভাতিজার হাসুয়ার কোপে প্রান গেলো চাচার Logo জন্মদিনে নেতা-কর্মীদের ভালবাসায় সিক্ত বিএনপি নেত্রী সামিনা পারভিন Logo পত্নীতলায় নেচে গেয়ে সারহুল পার্বণ উদযাপন Logo রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ Logo গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: প্রধান নির্বাচন কমিশনার Logo জনগণকে সেবাদানে ঢাকার প্রতিটি থানা হবে রোল মডেল: ডিআইজি রেজাউল করিম Logo যুদ্ধবিরতিকে ‘ঐতিহাসিক বিজয়’ বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ Logo চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেফতার Logo ১০০ কোটির ঘরে ‘রেইড ২’ Logo ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার

খেলা দেখে ফেরার পথে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রাহাত হাওলাদার (১৮) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রাহাত হাওলাদার (১৮) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় হামলায় আরও ৪ জন আহত হয়েছেন।

শনিবার ( ১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের টিয়ারখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র রাহাত মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী গ্রামের শাহ আলমের ছেলে ও ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

আহতরা হলেন, গুলিশাকালী গ্রামের আরিফ (১৮), স্বাধীন (২০), আব্দুল লতিফ (২০) ও শুভ (১৬)। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আব্দুল লতিফ মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, শনিবার রাতে উপজেলার টিয়ারখালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা দেখে রাহাত বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল।

এ সময় ইউনিয়নের টিয়ারখালী নামক স্থানে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। রাহাতসহ ৪ জনকে কুপিয়ে জখম করে হামলাকারীরা। তাদেরকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাহাতকে মৃত ঘোষণা করেন।

আহত ৩ জনকে বরিশালে পাঠানো হয়েছে এবং একজন মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

ট্যাগস

নওগাঁয় ভাতিজার হাসুয়ার কোপে প্রান গেলো চাচার

খেলা দেখে ফেরার পথে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রাহাত হাওলাদার (১৮) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় হামলায় আরও ৪ জন আহত হয়েছেন।

শনিবার ( ১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের টিয়ারখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র রাহাত মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী গ্রামের শাহ আলমের ছেলে ও ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

আহতরা হলেন, গুলিশাকালী গ্রামের আরিফ (১৮), স্বাধীন (২০), আব্দুল লতিফ (২০) ও শুভ (১৬)। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আব্দুল লতিফ মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, শনিবার রাতে উপজেলার টিয়ারখালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা দেখে রাহাত বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল।

এ সময় ইউনিয়নের টিয়ারখালী নামক স্থানে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। রাহাতসহ ৪ জনকে কুপিয়ে জখম করে হামলাকারীরা। তাদেরকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাহাতকে মৃত ঘোষণা করেন।

আহত ৩ জনকে বরিশালে পাঠানো হয়েছে এবং একজন মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।