মাদারীপুর প্রতিনিধিঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনি উপজেলায় দুই প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৬ নভেম্বর) সকালে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের তালতলা বাজারে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন জমাদারের সমর্থকদের সাথে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান নুর মোহাম্মদ মোল্লার সমর্থকদের মাঝে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ৫০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
সংঘর্ষে নাঈম জমাদার (২৭), ফাইজুল ইসলাম (৩২), বি এম জুবায়ের (২৬), তাহের (৪৫) ও সিয়ান মাহমুদসহ উভয় পক্ষের ১০ জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় পুরো ইউনিয়নে থমথমে পরিবেশ বিরাজ করছে।
সংঘর্ষের সত্যতা স্বীকার করে কালকিনি থানার ওসি মো. ইশতিয়াক আসফাক রাসেল অধিকারকে বলেন, খবর পেয়ে পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।