নারায়নগঞ্জ প্রতিনিধি : মানুষের সরলতাকে পুঁজি করে আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য ‘তৃণমূল আওয়ামী লীগ’ নামে একটি ভুঁইফোঁড় সংগঠন প্রতিষ্ঠা করেন খন্দকার কামাল ওরফে এম কে সাগর (৪৫)।
মানুষদের আকৃষ্ট করতে বিভিন্ন সময় রাজধানীর বিভিন্ন অডিটোরিয়াম ভাড়া নিয়ে দলীয় সভা সমাবেশেরও আয়োজন করতেন।
সংগঠনের আড়ালে মোবাইল ফোনে ভয়ভীতি ও অস্ত্র দেখিয়ে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করতেন। অর্থ না পেলে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে তাদের ব্যক্তিগত ও পরিবারের নারী সদস্যদের ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার হুমকি দিতেন। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তারা অবৈধ অস্ত্র ব্যবহার করতেন।
বুধবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে সাগরকে আটক করে র্যাব-১১। একই সঙ্গে তার দুই সহযোগী মো. মোশাররফ হোসেন (৩৪) ও আমিনুল ইসলামকেও (২৫) আটক করা হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও জাল টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর পাশা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এসএসসি পাশ দাবি করা সাগরের বিরুদ্ধে প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া ছাড়াও প্রতিশ্রুতির মাধ্যমে প্রতারণা, জাল টাকার কারবার ও নারী পাচারের অভিযোগও আছে।
তানভীর পাশা বলেন, সাগর যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা। তবে দীর্ঘদিন যাবত তিনি সাভারের আশুলিয়া থানার গাজিরচট এলাকায় অবস্থান করে আসছেন। সেখান থেকেই তিনি দেশের বিভিন্ন জায়গায় অপকর্মগুলো করে আসছিলেন।
আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।