ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের আবারো ভুয়া এমবিবিএস ডাক্তার আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন হাসপাতাল, ডায়াগনষ্টিক সেন্টার ও চিকিৎসা কেন্দ্রে অভিযান চালিয়ে গত কয়েক মাসে বেশ কয়েকজন ভুয়া ডাক্তার গ্রেফতার করেছে র‌্যাব-১১।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে শিমরাইল এলকায় চাঁন সুপার মার্কেটের তৃতীয় তলায় সি.ডি (কুমিল্লা ডায়াগনষ্টিক) কমপ্লেক্স সেন্টার থেকে জহিরুল ইসলাম (৪৫) নামে আরো এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে আটক করেছে র‌্যাব-১১ আভিযানিক দল। এ নিয়ে গত ৫ মাসে ৮ জন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

আটক জহিরুল ইসলাম কুমিল্লা জেলার বুড়িচং থানার জগতপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

র‌্যাব জানানয়, শুধুমাত্র এইচ এসসি পাশ করা এই প্রতারক জহিরুল ইসলাম ভুয়া ডাক্তার পরিচয়ে গত এক বছর যাবত ওই প্রতিষ্ঠানে সনোলজিষ্ট হিসেবে আল্ট্রাসনোগ্রাম করে আসছিলেন। র‌্যাবের অভিযানে তিনি এমবিবিএস ডাক্তারের কোন সনদ দেখাতে পারেননি। নারী রোগীদের তিনি কোন নার্সের সাহায্য ছাড়া নিয়ম বহির্ভূতভাবে একাই আল্ট্রাসনোগ্রাম করতেন।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, ডাক্তার না হয়েও ডাক্তার হিসেবে জহিরুল ইসলাম রোগীদের সেবা দিয়ে আসছিলেন। তিনি মূলত আল্ট্রাসনোগ্রাম করতেন। তবে তিনি কোন সার্টিফিকেট দেখাতে পারেননি। তিনি ভারতের একটি প্রতিষ্ঠানে ৩ বছরের কোর্স করেছেন। যার ভিত্তিতে তিনি সম্পূর্ণ বেআইনিভাবে এখানে আল্ট্রাসনোগ্রামের রিপোর্ট লিখতেন।

এছাড়া জনবহুল হওয়ায় এবং ঢাকায় যাওয়ার স্বামর্থ্য অনেকের না থাকায় এই এলাকায় সাধারণ মানুষ ভালো ডাক্তারদের পায়না। এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন ভুয়া ডিগ্রীধারী ডাক্তারদের দৌরাত্ব অনেক বেড়েছে। ২০১৭ সালের পরে প্রতিষ্ঠানটির পুণঃনিবন্ধন না থাকায় মালিকপক্ষকে কাগজ-পত্র ঠিক না করা পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ট্যাগস

নারায়ণগঞ্জের আবারো ভুয়া এমবিবিএস ডাক্তার আটক

আপডেট সময় ০৪:১৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০১৯

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন হাসপাতাল, ডায়াগনষ্টিক সেন্টার ও চিকিৎসা কেন্দ্রে অভিযান চালিয়ে গত কয়েক মাসে বেশ কয়েকজন ভুয়া ডাক্তার গ্রেফতার করেছে র‌্যাব-১১।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে শিমরাইল এলকায় চাঁন সুপার মার্কেটের তৃতীয় তলায় সি.ডি (কুমিল্লা ডায়াগনষ্টিক) কমপ্লেক্স সেন্টার থেকে জহিরুল ইসলাম (৪৫) নামে আরো এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে আটক করেছে র‌্যাব-১১ আভিযানিক দল। এ নিয়ে গত ৫ মাসে ৮ জন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

আটক জহিরুল ইসলাম কুমিল্লা জেলার বুড়িচং থানার জগতপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

র‌্যাব জানানয়, শুধুমাত্র এইচ এসসি পাশ করা এই প্রতারক জহিরুল ইসলাম ভুয়া ডাক্তার পরিচয়ে গত এক বছর যাবত ওই প্রতিষ্ঠানে সনোলজিষ্ট হিসেবে আল্ট্রাসনোগ্রাম করে আসছিলেন। র‌্যাবের অভিযানে তিনি এমবিবিএস ডাক্তারের কোন সনদ দেখাতে পারেননি। নারী রোগীদের তিনি কোন নার্সের সাহায্য ছাড়া নিয়ম বহির্ভূতভাবে একাই আল্ট্রাসনোগ্রাম করতেন।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, ডাক্তার না হয়েও ডাক্তার হিসেবে জহিরুল ইসলাম রোগীদের সেবা দিয়ে আসছিলেন। তিনি মূলত আল্ট্রাসনোগ্রাম করতেন। তবে তিনি কোন সার্টিফিকেট দেখাতে পারেননি। তিনি ভারতের একটি প্রতিষ্ঠানে ৩ বছরের কোর্স করেছেন। যার ভিত্তিতে তিনি সম্পূর্ণ বেআইনিভাবে এখানে আল্ট্রাসনোগ্রামের রিপোর্ট লিখতেন।

এছাড়া জনবহুল হওয়ায় এবং ঢাকায় যাওয়ার স্বামর্থ্য অনেকের না থাকায় এই এলাকায় সাধারণ মানুষ ভালো ডাক্তারদের পায়না। এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন ভুয়া ডিগ্রীধারী ডাক্তারদের দৌরাত্ব অনেক বেড়েছে। ২০১৭ সালের পরে প্রতিষ্ঠানটির পুণঃনিবন্ধন না থাকায় মালিকপক্ষকে কাগজ-পত্র ঠিক না করা পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।