ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় পৃথকস্থানে সাপের কামড়ে মমিতা রাণী (৪০) ও মানিকা খাতুন (২৩) নামের দুই নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে হরিপুর উপজেলার ২ নং আমগাঁও ইউনিয়নের ঠাঁকিঠুকি গ্রামের মানিক চক্রবর্তীর স্ত্রী মমিতা রাণীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
অপরদিকে, সোমবার হরিপুর উপজেলার ৫ নং সদর ইউনিয়নের খোলড়া গ্রামের জসিম উদ্দীনের স্ত্রী মানিকা খাতুন (২৩) গভীর রাতে সাপের কামড়ে অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওরঙ্গজেব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন। দুই নারী সাপেড় কামড়ে মৃত্যু হয়েছে। থানায় ইউডি মামলা করা হয়েছে।