ক্রীড়া ডেস্ক : ইউই ওহাশি স্বাগতিক জাপানের সাঁতারু। তার হাত ধরে চলতি আসরে সুইমিং থেকে প্রথম স্বর্ণপদক পেল জাপান। টোকিও অলিম্পিকসে মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বাজিমাত করলেন তিনি।
আজ রবিবার টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে ৪ মিনিট ৩২ দশমিক শূন্য ৮ সেকেন্ড সময় নিয়ে সেরা হন তিনি।
এর আগে ২০১৬ সালের রিও অলিম্পিকে ৪ মিনিট ২৬ দশমিক ৩৬ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টে বিশ্বরেকর্ড ও অলিম্পিকের রেকর্ড গড়েছিলেন হোসসু।
রবিবার ওহাশির চেয়ে দশমিক ৬৮ সেকেন্ড বেশি নিয়ে রূপা পেয়েছেন যুক্তরাষ্ট্রের এমা উয়াইয়ান্ট। তার স্বদেশি হালি ফ্লিকিঞ্জার ৪ মিনিট ৩৪ দশমিক ৯০ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ।
বাংলাদেশ সময় গত ২৩ জুলাই বিকেল ৫টায় উদ্বোধন হয় টোকিও অলিম্পিকের আসর। আগামী ৮ আগস্ট পর্দা নামাবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের।