ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় নেই ল্যাব-আইসিইউ; বেড়েই চলছে সংক্রমণ

 স্টাফ রিপোর্টার, নওগাঁ:   করোনায় উচ্চ সংক্রমণের জেলা হলেও নওগাঁয় এখনো নেই আরটি পিসিআর ল্যাব। অনুমোদনের এক মাসেও স্থাপন করা যায়নি ল্যাব।

ফলে দ্রুত করোনা পরীক্ষার ফলাফল না পাওয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। ঝুঁকিতে জেলার ৩০ লাখ মানুষ। দ্রুত ল্যাব স্থাপনের দাবি সচেতনমহলের।

সীমান্ত জেলা নওগাঁর জনসংখ্যা প্রায় ৩০ লাখ। অথচ জেলা সদর জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত নেই কোন আরটি পিসিআর ল্যাব। নেই আইসিইউ বেডও। করোনা মহামারি শুরুর প্রায় দেড় বছরেও সেখানে তৈরি হয়নি করোনা চিকিৎসার কার্যকর ব্যবস্থা।

দেশে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে ৯ মে নওগাঁ সদর হাসপাতালে আরটি পিসিআর ল্যাব ও দুটি আইসিইউ বেড স্থাপনের অনুমোদন দেয় স্বাস্থ্য বিভাগ। তবে, এক  মাস পরে ও সেখানে পৌঁছায়নি প্রয়োজনীয় যন্ত্রপাতি।

করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেয়ার পর দেরিতে পজিটিভ ফল পেলে পরিবার, প্রতিবেশীর পাশাপাশি পুরো এলাকার মানুষই সংক্রমণ ঝুঁকিতে পড়েন। করোনা সংক্রমণ ঠেকাতে নওগাঁয় দ্রুত পিসিআর ল্যাব স্থাপনের তাগিদ সচেতন নাগরিকদের।

নওগাঁ মেডিকেল কলেজ অধ্যক্ষ আব্দুল বারী ও সিভিল সার্জন এবিএম আবু হানিফ অবশ্য জানিয়েছেন, শিগগিরই নওগাঁয় পিসিআর ল্যাব ও আইসিইউ চালু করা হবে।

তারা এও জানিয়েছেন, নওগাঁয় বুধবার পর্যন্ত ১৬ হাজার ৫৮৫ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৩৭ জন। মারা গেছে ৪৫ জন।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

নওগাঁয় নেই ল্যাব-আইসিইউ; বেড়েই চলছে সংক্রমণ

আপডেট সময় ০৫:০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১

 স্টাফ রিপোর্টার, নওগাঁ:   করোনায় উচ্চ সংক্রমণের জেলা হলেও নওগাঁয় এখনো নেই আরটি পিসিআর ল্যাব। অনুমোদনের এক মাসেও স্থাপন করা যায়নি ল্যাব।

ফলে দ্রুত করোনা পরীক্ষার ফলাফল না পাওয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। ঝুঁকিতে জেলার ৩০ লাখ মানুষ। দ্রুত ল্যাব স্থাপনের দাবি সচেতনমহলের।

সীমান্ত জেলা নওগাঁর জনসংখ্যা প্রায় ৩০ লাখ। অথচ জেলা সদর জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত নেই কোন আরটি পিসিআর ল্যাব। নেই আইসিইউ বেডও। করোনা মহামারি শুরুর প্রায় দেড় বছরেও সেখানে তৈরি হয়নি করোনা চিকিৎসার কার্যকর ব্যবস্থা।

দেশে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে ৯ মে নওগাঁ সদর হাসপাতালে আরটি পিসিআর ল্যাব ও দুটি আইসিইউ বেড স্থাপনের অনুমোদন দেয় স্বাস্থ্য বিভাগ। তবে, এক  মাস পরে ও সেখানে পৌঁছায়নি প্রয়োজনীয় যন্ত্রপাতি।

করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেয়ার পর দেরিতে পজিটিভ ফল পেলে পরিবার, প্রতিবেশীর পাশাপাশি পুরো এলাকার মানুষই সংক্রমণ ঝুঁকিতে পড়েন। করোনা সংক্রমণ ঠেকাতে নওগাঁয় দ্রুত পিসিআর ল্যাব স্থাপনের তাগিদ সচেতন নাগরিকদের।

নওগাঁ মেডিকেল কলেজ অধ্যক্ষ আব্দুল বারী ও সিভিল সার্জন এবিএম আবু হানিফ অবশ্য জানিয়েছেন, শিগগিরই নওগাঁয় পিসিআর ল্যাব ও আইসিইউ চালু করা হবে।

তারা এও জানিয়েছেন, নওগাঁয় বুধবার পর্যন্ত ১৬ হাজার ৫৮৫ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৩৭ জন। মারা গেছে ৪৫ জন।