ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে বজ্রপাতে প্রাণ গেল ২ শিশুর

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলায় বজ্রপাতে সাজেদা আক্তার তামান্না ও আল আমিন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাত ফুফাত ভাই-বোন।

একই সময়ে অপর বজ্রপাতের ঘটনায় শিরিন আক্তার ও আকবর হোসেন নামে আরও দুইজন আহত হয়েছে।

রোববার সকালে উপজেলার বগাদানা ইউনিয়নের আলামপুর গ্রামে দুই শিশুর মৃত্যু হয়। এছাড়া চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরদরবেশ গ্রামে দুইজন আহত হয়।

নিহত তামান্না আলামপুর গ্রামের আনু ফরায়েজি বাড়ির মোহাম্মদ সোলেমানের মেয়ে। সে স্থানীয় কাটাখিলা সামাদিয়া দাখিল মাদ্রাসার ছাত্রী ছিল। এছাড়া নিহত আল আমিন চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের মো. বাহার উল্লাহর ছেলে। সে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল।

আহত শিরিন দক্ষিণ চরদরবেশ গ্রামের আবুল কাসেমের মেয়ে ও আকবর একই গ্রামের আবু নাছেরের ছেলে। আহতদের চিকিৎসার জন্য সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে।

বগাদানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইসহাক খোকন জানান, সকালে এলাকায় ভারী বৃষ্টিপাতের সময় দুই শিশু ছাতা নিয়ে তাদের ঘর থেকে পাশের ঘরে যাওয়ার চেষ্টা করছিল। হাঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এদিকে একই সময়ে দক্ষিণ চরদরবেশ গ্রামে বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাত হলে শিরিন ও আকবর আহত হয়।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক উৎপল দাস ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বজ্রপাতে চারজন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস

ফেনীতে বজ্রপাতে প্রাণ গেল ২ শিশুর

আপডেট সময় ০৫:০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলায় বজ্রপাতে সাজেদা আক্তার তামান্না ও আল আমিন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাত ফুফাত ভাই-বোন।

একই সময়ে অপর বজ্রপাতের ঘটনায় শিরিন আক্তার ও আকবর হোসেন নামে আরও দুইজন আহত হয়েছে।

রোববার সকালে উপজেলার বগাদানা ইউনিয়নের আলামপুর গ্রামে দুই শিশুর মৃত্যু হয়। এছাড়া চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরদরবেশ গ্রামে দুইজন আহত হয়।

নিহত তামান্না আলামপুর গ্রামের আনু ফরায়েজি বাড়ির মোহাম্মদ সোলেমানের মেয়ে। সে স্থানীয় কাটাখিলা সামাদিয়া দাখিল মাদ্রাসার ছাত্রী ছিল। এছাড়া নিহত আল আমিন চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের মো. বাহার উল্লাহর ছেলে। সে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল।

আহত শিরিন দক্ষিণ চরদরবেশ গ্রামের আবুল কাসেমের মেয়ে ও আকবর একই গ্রামের আবু নাছেরের ছেলে। আহতদের চিকিৎসার জন্য সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে।

বগাদানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইসহাক খোকন জানান, সকালে এলাকায় ভারী বৃষ্টিপাতের সময় দুই শিশু ছাতা নিয়ে তাদের ঘর থেকে পাশের ঘরে যাওয়ার চেষ্টা করছিল। হাঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এদিকে একই সময়ে দক্ষিণ চরদরবেশ গ্রামে বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাত হলে শিরিন ও আকবর আহত হয়।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক উৎপল দাস ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বজ্রপাতে চারজন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।