শিক্ষা ডেক্স :দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ জানা গেল। আগামী ১৩ জুন বিশ্ববিদ্যালয় ছাড়া সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ইঙ্গিত দিয়েছেন, এই তারিখের ক্ষেত্রে আর কোনো নড়চড় হবে না।
এই তারিখ ঘোষণার পর সংশ্লিষ্টদেরকে যথাযথ প্রস্তুতি নিতে নির্দেশনা জারি করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, দীর্ঘদিন বন্ধ থাকার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত সংস্কারসহ নানা ধরনের প্রস্তুতি প্রয়োজন। দ্রুততম সময়ের মধ্যে সেটা শেষ করে শ্রেণীকক্ষকে শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তুলতে হবে।
এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সাপেক্ষে আগামী ১৩ জুন থেকে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খোলা এবং শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
একইসঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে পূর্বের বন্ধের ধারাবাহিকতায় আগামী ১২ জুন পর্যন্ত এ বিভাগের আওতাধীন সকল ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এ সময় নিজেদের এবং অন্যদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীগণ নিজ নিজ বাসস্থানে অবস্থান করবেন এবং টেলিভিশন ও অনলাইন শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংযুক্ত থাকবেন।
এতে আরো বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধের এ সময় শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকবৃন্দ নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।