ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

২২ করোনা রোগীর প্রাণ বাঁচালেন সোনু সুদ

ডেক্স রিপোর্ট :করোনা মহামারির সময়ে মানবিক কাজে মন দিয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। সরাসরি করোনা রোগীদের নিয়ে কাজ করছেন তিনি ও তার টিম। করোনার বিরুদ্ধে লড়াই করতে দিনরাত কাজ করছেন এ অভিনেতা।

সোমবার (৩ মে) রাতে বেঙ্গালুরুর আরাক হাসপাতাল থেকে জরুরি ফোন আসে সোনু সুদের টিমের কাছে। জানানো হয় অক্সিজেন সংকটের কথা। ততক্ষণে মারা যান ২ জন করোনা রোগী। খবর পেয়ে দ্রুত মাঠে নামে টিম সোনু সুদ। দ্রুতই ব্যবস্থা করেন ১৫টি অক্সিজেন সিলিন্ডার। প্রাণে বাঁচে ২২ জন করোনা রোগী।

ভারতীয় গণমাধ্যমকে সোনু বলেন, ‘আমরা দেশবাসী পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। ফোন পাওয়ামাত্রই আমরা সমস্যা সমাধানে নেমে যাই। অন্যকিছু না ভেবে সারারাত শুধু হাসপাতালটির কথা ভেবেছি। করেই হোক অক্সিজেন সংগ্রহ করাই ছিল আমাদের মূল টার্গেট। যারা আমাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের কৃতজ্ঞতা।’

এদিকে, গত বছর লকডাউনে শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যবস্থা করেন সোনু সুদ। তারপর ‘রিয়েল হিরো’ উপাধি পেয়েছিলেন তিনি। কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়ে আবারও করোনা আক্রান্ত মানুষের সেবায় নিজেকে পুরোপুরি নিয়োগ করেছেন সোনু সুদ। মানুষের সেবার নিজেকে নিয়োজিত করে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন সোনু।

টুইট করে তিনি জানান, ১০০ কোটির সিনেমায় কাজ করার চেয়ে করোনা রোগীদের সেবা করায় বেশি তৃপ্তি। এই ধরনের কাজে জড়িয়ে থাকা লাখ গুণ বেশি আনন্দের।

ট্যাগস

২২ করোনা রোগীর প্রাণ বাঁচালেন সোনু সুদ

আপডেট সময় ১২:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১

ডেক্স রিপোর্ট :করোনা মহামারির সময়ে মানবিক কাজে মন দিয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। সরাসরি করোনা রোগীদের নিয়ে কাজ করছেন তিনি ও তার টিম। করোনার বিরুদ্ধে লড়াই করতে দিনরাত কাজ করছেন এ অভিনেতা।

সোমবার (৩ মে) রাতে বেঙ্গালুরুর আরাক হাসপাতাল থেকে জরুরি ফোন আসে সোনু সুদের টিমের কাছে। জানানো হয় অক্সিজেন সংকটের কথা। ততক্ষণে মারা যান ২ জন করোনা রোগী। খবর পেয়ে দ্রুত মাঠে নামে টিম সোনু সুদ। দ্রুতই ব্যবস্থা করেন ১৫টি অক্সিজেন সিলিন্ডার। প্রাণে বাঁচে ২২ জন করোনা রোগী।

ভারতীয় গণমাধ্যমকে সোনু বলেন, ‘আমরা দেশবাসী পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। ফোন পাওয়ামাত্রই আমরা সমস্যা সমাধানে নেমে যাই। অন্যকিছু না ভেবে সারারাত শুধু হাসপাতালটির কথা ভেবেছি। করেই হোক অক্সিজেন সংগ্রহ করাই ছিল আমাদের মূল টার্গেট। যারা আমাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের কৃতজ্ঞতা।’

এদিকে, গত বছর লকডাউনে শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যবস্থা করেন সোনু সুদ। তারপর ‘রিয়েল হিরো’ উপাধি পেয়েছিলেন তিনি। কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়ে আবারও করোনা আক্রান্ত মানুষের সেবায় নিজেকে পুরোপুরি নিয়োগ করেছেন সোনু সুদ। মানুষের সেবার নিজেকে নিয়োজিত করে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন সোনু।

টুইট করে তিনি জানান, ১০০ কোটির সিনেমায় কাজ করার চেয়ে করোনা রোগীদের সেবা করায় বেশি তৃপ্তি। এই ধরনের কাজে জড়িয়ে থাকা লাখ গুণ বেশি আনন্দের।