স্টাফ রিপোর্টারঃ ভারতে নতুন করে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। বিপর্যস্ত পুরো দেশ। এমন পরিস্থিতিতে দেশটির নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে জার্মানি।
কেবলমাত্র জার্মানির নাগরিক কিংবা জার্মানিতে বসবাসের অনুমতি আছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে বলে রবিবার টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
এর আগে গত সপ্তাহে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, কুয়েত ওমান, হংকং ও সৌদি আরব ভারতীয় নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
জার্মান বিমান সংস্থা লুফথান্সা জানিয়েছে, এর মধ্যেও জার্মানি ও ভারতের মধ্যে সীমিত পরিসরে বিমান চলাচল করবে। সংস্থার এক মুখপাত্র বলেছেন, নতুন নিয়ম অনুযায়ী, ‘কেবলমাত্র জার্মানির নাগিরক ও জার্মানিতে বসবাসের অনুমতি আছে এমন ব্যক্তিরা দেশটিতে প্রবেশ করতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘যেসব শিক্ষার্থী নতুন ভিসা পেয়েছেন এবং জার্মানিতে বসবাসের অনুমতি নেই তারাও প্রবেশের অনুমতি পাবেন না।