ডেক্স রিপোর্ট : লকডাউনে মহাখালী বাস টার্মিনালের এক হাজার ২০০ কর্মহীন পরিবহন শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্যাহ।
রোববার (১৮ এপ্রিল) বেলা ১১টায় মহাখালী বাস টার্মিনালের সামনে এই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে খন্দকার এনায়েত উল্যাহ বলেন, লকডাউনের কারণে গত ৫ এপ্রিল থেকে সারাদেশে পরিবহন শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন।
এখন তাদের পরিবারের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সব পরিবহন মালিককে শ্রমিকদের সহায়তায় এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, এই করোনা মহামারি এবং লকডাউন কতো দিন চলবে, তা কারোরই জানা নেই। এই দুর্যোগে পরিবহন শ্রমিকদের পাশে সরকারকে এগিয়ে আসতে হবে। তাদের জন্য ১০ টাকা কেজি চাল বিক্রির ব্যবস্থা করতে হবে।