স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁ সদর হাসপাতালে শিশুদের স্বাস কষ্টো লাগবে সেন্টাল নেবুলাইজার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে ।
রোববার বিকেলে নওগাঁ সদর হাসপাতালে এ সবা কাজের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের এমপি ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল এমপি ।
এ সময় অন্যনোর মাঝে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক হারুনুর রশীদ, সিভিল সার্জন ডা: আবু হানিফ, নওগাঁ চেম্বার অফ কমার্স এর সাবেক সভাপতি ও রানার গ্রুপের স্পনসর পরিচালক মোহাম্মদ আলী দ্বীন প্রমুখ ।
শিশুদের স্বাস কষ্টো লাঘবে রানার গ্রুপ সেন্টাল এ নেবুলাইজার সেবা চালু করে । প্রতিটি ওয়ার্ডে ৮ টি করে মোট ৩২ টি নেবুলাইজ বুথ স্থাপন করা হয়েছে ।
প্রধান অতিথি এ সেবা উদ্বোধনের পর হাসপাতাল ঘুরে দেখেন । নওগাঁ সদর হাসপাতালে অধিক রোগীর চাপ সে তুলনায় প্রয়োজনীয় নেবুলাইজ কার্যক্রম ছিল না । এ সেবা চালুর পর শিশু ও বয়স্ক রোগীরা একদিকে উপকৃত হবে অন্যদিকে হাসপাতালে সেবার মান বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি ।
সাংসদ নিজাম উদ্দিন জলিল জন পরে চিকিৎসক ও প্রদান কারী সংস্থা কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় করেন ।
এ সময় নওগাঁ চেম্বার অফ কমার্স এর সাবেক সভাপতি ও রানার গ্রুপের স্পন্সর পরিচালক মোহাম্মদ আলী দ্বীন বলেন রানার গ্রুপ সব সময় সমাজের কল্যানে কাজ করে থাকে । বিগত দিনে করোনার চরম সংকট কালে নওগাঁ জেলা প্রশাসকের কাছে ২০ হাজার মাক্স সহ ও পিপি প্রদান করা হয় । এ ছাড়া যে কোন জন বান্ধব কাজে রানার গ্রুপ নিবেদিত হয়ে কাজ করছে । আগামীতে নওগাঁ সদর হাসপাতালে মৃত দেহ রাখার ফ্রিজ প্রদান করার আশ্বাস দেন ।
রানার গ্রুপের মহতী উদ্যেদের ভুয়সী প্রসংশা করে নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ বলেন, বিগত দিনে যখন মাক্স ও পিপিই অনেক সংকট সে সময় রানার গ্রুপের সহায়তার কৃতজ্ঞতার সাথে জেলা প্রশাসন স্বরণ রাখবে । চিকিৎসা ক্ষেতে রানার গ্রুপ আজ অসহায় মানুষের পাশে যে সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে তা অনুকরণীয় হয়ে থাকবে ।
এক্সেস টু ইনফোরম্যাশন (a2i) উদ্ভাবণী প্রক্রিয়ায় দেশের তৃনমুল পর্যায়ে প্রথম নওগাঁ সদর হাসপাতালে এ সেন্টাল নেবুলাইজ সেবা চালু করা হলো । প্রথম পর্যায়ে মেডিসিন ও শিশু ওয়ার্ডে মোট ৩৪ টি বুথের মাধ্যমে নেবুলাইজ অক্সিজেন সেবা নিতে পারবে ।
(a2i) উদ্ভাবণী একপার্ট মো: তৌফিকুর রহমান এ প্রকল্প টি দেখভাল করছেন । তিনি বলেন দেশের সমস্যা গুলোকে দেশীয় প্রযুক্তিতে সমাধানের লক্ষে এ টু আই কাজ করছে । তার ফলশ্রতিতে ৩ বছর ধরে গবেষনা শেষে এ প্রযুক্তি দেশের মানুষের সেবায় কাজে লাগানো হচ্ছে ।