ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে নিখোঁজের ৪ দিনপর যুবকের মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নে নিখোঁজের ৪ দিনপর ফাহিদ হাসান সিফাত (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে র‌্যাব-১৩।

এ ঘটনায় প্রধান সন্দেহভাজন মতিউর রহমানসহ মোট ৪ জনকে আটক করা হয়েছে।শনিবার (৯ জানুয়ারি) দুপুরে রাধানগর ইউনিয়নের ছোটদাপ এলাকায় পরিত্যাক্ত ধানক্ষেত থেকে মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিফাত একই এলাকার শফিকুল ইসলামের ছেলে ও দিনাজপুর আদর্শ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। র‌্যাব-১৩ জানায়, সোমবার (৪ জানুয়ারি) রাত থেকে সিফাত নিখোঁজ ছিলো। পরে তার বাবা শফিকুল ইসলাম ছেলের নিখোঁজে থানায় মামলা শেষে অভিযোগটি আমাদের জানায়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে ওই এলাকার প্রতিবেশী মতিউর রহমানকে আটক করা হয় এবং তার জবানবন্দিতে আরো ৩ জনকে আটক করা হয়।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রধান সন্দেহভাজন মতিউরের দেওয়া তথ্যমতে র‌্যাব স্থানীয় প্রশাসন ও পুলিশের উপস্থিতে মরদেহটি উদ্ধার করে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বলেন, প্রধান সন্দেহভাজন মতিউরের স্বীকারোক্তি এবং দেখানো স্থানে র‌্যাব-১৩ হত্যায় ব্যাবহার করা কোদাল, মোবাইল ফোনের সিম, বিভিন্ন আলামতসহ মাটিতে পুঁতে রাখা সিফাতের মরদেহ উদ্ধার করে।

এবিষয়ে রংপুর র‌্যাব-১৩ অধিনায়ক রেজা আহম্মেদ ফেরদৌস সাংবাদিকদের বলেন, অপহরণের পর অপহরণকারীরা সিফাতকে হত্যা করে মরদেহ মাটি চাপা দিয়ে রাখে।

সিফাতের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত মতিউর ও লিমন নামে দুই যুবকে আটক করে।

তাদের স্বীকারোক্তিতে সিফাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

ট্যাগস

পঞ্চগড়ে নিখোঁজের ৪ দিনপর যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:১৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নে নিখোঁজের ৪ দিনপর ফাহিদ হাসান সিফাত (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে র‌্যাব-১৩।

এ ঘটনায় প্রধান সন্দেহভাজন মতিউর রহমানসহ মোট ৪ জনকে আটক করা হয়েছে।শনিবার (৯ জানুয়ারি) দুপুরে রাধানগর ইউনিয়নের ছোটদাপ এলাকায় পরিত্যাক্ত ধানক্ষেত থেকে মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিফাত একই এলাকার শফিকুল ইসলামের ছেলে ও দিনাজপুর আদর্শ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। র‌্যাব-১৩ জানায়, সোমবার (৪ জানুয়ারি) রাত থেকে সিফাত নিখোঁজ ছিলো। পরে তার বাবা শফিকুল ইসলাম ছেলের নিখোঁজে থানায় মামলা শেষে অভিযোগটি আমাদের জানায়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে ওই এলাকার প্রতিবেশী মতিউর রহমানকে আটক করা হয় এবং তার জবানবন্দিতে আরো ৩ জনকে আটক করা হয়।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রধান সন্দেহভাজন মতিউরের দেওয়া তথ্যমতে র‌্যাব স্থানীয় প্রশাসন ও পুলিশের উপস্থিতে মরদেহটি উদ্ধার করে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বলেন, প্রধান সন্দেহভাজন মতিউরের স্বীকারোক্তি এবং দেখানো স্থানে র‌্যাব-১৩ হত্যায় ব্যাবহার করা কোদাল, মোবাইল ফোনের সিম, বিভিন্ন আলামতসহ মাটিতে পুঁতে রাখা সিফাতের মরদেহ উদ্ধার করে।

এবিষয়ে রংপুর র‌্যাব-১৩ অধিনায়ক রেজা আহম্মেদ ফেরদৌস সাংবাদিকদের বলেন, অপহরণের পর অপহরণকারীরা সিফাতকে হত্যা করে মরদেহ মাটি চাপা দিয়ে রাখে।

সিফাতের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত মতিউর ও লিমন নামে দুই যুবকে আটক করে।

তাদের স্বীকারোক্তিতে সিফাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।