গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্রিজের নীচ থেকে রাজু মিয়া (৩৫) নামে চায়না কোম্পানির এক নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার নয়া বাজার এলাকার একটি ব্রিজের নীচে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।রাজু উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী জানান, রাজু মহাসড়ক ফোর লেন সম্প্রসারণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না কোম্পানির স্থানীয় ডিপোতে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন।
শনিবার সকাল ৬টার দিকে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে বের হন রাজু। এরপর সকাল সাড়ে ৬টার দিকে নয়া বাজার এলাকার একটি ব্রিজের নীচে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।