ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা Logo আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার Logo আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন বাহারুল আলম Logo সিরিয়ার ঐতিহ্যবাহী পালমিরা শহরে ইসরায়েলি ভয়াবহ হামলায়, নিহত ৩৬, আহত ৫০ Logo ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় চালকদের বিক্ষোভ

নওগাঁয় ভূমি অফিস চত্বরে ছাগল ঢুকায় একই পরিবারের ৩ জনের কারাদন্ড!

স্টাফ রিপোর্টারঃ  নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ছাগল প্রবেশ করার অপরাধে ছাগল মলিক হাসিনা বানু ও তার দুই ছেলেকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কালীগ্রাম গ্রামের তহিদুল ইসলামের স্ত্রী হাসিনা বানু (৪৫), তার দুই ছেলে সিফাত (২৫) ও সজীব (১৮)।

এনিয়ে এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় বুধবার সন্ধ্যায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এক মাস করে কারাদ- দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক। বৃহস্পতিবার সাজাপ্রাপ্তদের নওগাঁ জেলহাজতে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ছাগলের জন্য পাতা কাটতে হাসিনা বানু ইউনিয়ন ভূমি অফিসে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে একটি ছাগলও ভূমি অফিস চত্বরে ঢুকে যায়। এনিয়ে ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তা লতিফুর রহমান ওই গৃহবধূর সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ভূমি উপসহকারি কর্মকর্তা লতিফুর রহমান ওই গৃহবধূকে ধাক্কা দিয়ে লাঞ্ছিত করে।
এসময় গৃহবধূর হাতে থাকা ছাগলের দড়ি দিয়ে ভূমি কর্মকর্তাকে আঘাত করেন। মাকে লাঞ্ছিত করার সংবাদ পেয়ে দুই ছেলে সিফাত ও সজীব ভূমি অফিসে ছুটে আসলে দ্বিতীয় দফায় সেখানে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এরপর হাসিনা বানু তার দুই ছেলেকে নিয়ে বাড়ি চলেন যান।

স্থানীয়রা আরও জানান, ভুমি অফিসের বাউন্ডারির সঙ্গে লাগানো সাজাপ্রাপ্ত হাসিনা বানুর স্বামী তহিদুল ইসলামের একটি চায়ের ষ্টল রয়েছে। ঘটনার দুই ঘন্টা পর কৌশলে চায়ের অর্ডার দিয়ে তহিদুল ইসলামকে ভূমি অফিসে ডেকে নেওয়া হয়। এরপর তাকে জিম্মি করে স্ত্রী ও দুই ছেলেকে ভূমি অফিসে হাজির করতে বাধ্য করেন ভূমি অফিসের লোকজন।

এ সময় পুলিশ নিয়ে সেখানে হাজির হন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক। পরে তাদের আটক করে উপজেলা ভূমি অফিসে নিয়ে এক মাস করে বিনাশ্রম কারাদ- দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক।

নুরুল্লাবাদ ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তা লকিফুর রহমান জানান, অফিস চত্বরে ছাগল প্রবেশকে কেন্দ্র করে হাসিনা বানুর সঙ্গে বাকবিতন্ডা হয়েছে। এর একপর্যায়ে দূর থেকে ছাগল বাঁধার দড়ি দিয়ে তাকে দুইবার আঘাত করেন হাসিনা বানু। তবে ওই নারীর গায়ে হাত দেওয়ার অভিযোগটি অস্বীকার করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ছোট্ট একটা বিষয় নিয়ে এসিল্যান্ড যে কাজটি করেছেন তা সঠিক হয়নি। বিষয়টি নিয়ে উনাকে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।

এ প্রসঙ্গে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক বলেন, ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে হাসিনা বানু এবং হুমকি দেওয়া অভিযোগে সিফাত ও সজীবকে এক মাস করে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে।

ট্যাগস

আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

নওগাঁয় ভূমি অফিস চত্বরে ছাগল ঢুকায় একই পরিবারের ৩ জনের কারাদন্ড!

আপডেট সময় ০৬:৫৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১

স্টাফ রিপোর্টারঃ  নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ছাগল প্রবেশ করার অপরাধে ছাগল মলিক হাসিনা বানু ও তার দুই ছেলেকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কালীগ্রাম গ্রামের তহিদুল ইসলামের স্ত্রী হাসিনা বানু (৪৫), তার দুই ছেলে সিফাত (২৫) ও সজীব (১৮)।

এনিয়ে এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় বুধবার সন্ধ্যায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এক মাস করে কারাদ- দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক। বৃহস্পতিবার সাজাপ্রাপ্তদের নওগাঁ জেলহাজতে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ছাগলের জন্য পাতা কাটতে হাসিনা বানু ইউনিয়ন ভূমি অফিসে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে একটি ছাগলও ভূমি অফিস চত্বরে ঢুকে যায়। এনিয়ে ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তা লতিফুর রহমান ওই গৃহবধূর সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ভূমি উপসহকারি কর্মকর্তা লতিফুর রহমান ওই গৃহবধূকে ধাক্কা দিয়ে লাঞ্ছিত করে।
এসময় গৃহবধূর হাতে থাকা ছাগলের দড়ি দিয়ে ভূমি কর্মকর্তাকে আঘাত করেন। মাকে লাঞ্ছিত করার সংবাদ পেয়ে দুই ছেলে সিফাত ও সজীব ভূমি অফিসে ছুটে আসলে দ্বিতীয় দফায় সেখানে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এরপর হাসিনা বানু তার দুই ছেলেকে নিয়ে বাড়ি চলেন যান।

স্থানীয়রা আরও জানান, ভুমি অফিসের বাউন্ডারির সঙ্গে লাগানো সাজাপ্রাপ্ত হাসিনা বানুর স্বামী তহিদুল ইসলামের একটি চায়ের ষ্টল রয়েছে। ঘটনার দুই ঘন্টা পর কৌশলে চায়ের অর্ডার দিয়ে তহিদুল ইসলামকে ভূমি অফিসে ডেকে নেওয়া হয়। এরপর তাকে জিম্মি করে স্ত্রী ও দুই ছেলেকে ভূমি অফিসে হাজির করতে বাধ্য করেন ভূমি অফিসের লোকজন।

এ সময় পুলিশ নিয়ে সেখানে হাজির হন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক। পরে তাদের আটক করে উপজেলা ভূমি অফিসে নিয়ে এক মাস করে বিনাশ্রম কারাদ- দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক।

নুরুল্লাবাদ ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তা লকিফুর রহমান জানান, অফিস চত্বরে ছাগল প্রবেশকে কেন্দ্র করে হাসিনা বানুর সঙ্গে বাকবিতন্ডা হয়েছে। এর একপর্যায়ে দূর থেকে ছাগল বাঁধার দড়ি দিয়ে তাকে দুইবার আঘাত করেন হাসিনা বানু। তবে ওই নারীর গায়ে হাত দেওয়ার অভিযোগটি অস্বীকার করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ছোট্ট একটা বিষয় নিয়ে এসিল্যান্ড যে কাজটি করেছেন তা সঠিক হয়নি। বিষয়টি নিয়ে উনাকে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।

এ প্রসঙ্গে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক বলেন, ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে হাসিনা বানু এবং হুমকি দেওয়া অভিযোগে সিফাত ও সজীবকে এক মাস করে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে।