স্টাফ রিপোর্টার, নওগাঁঃ দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন, শিক্ষা, শান্তি, প্রগতির ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।
সোমবার (০৪ জানুয়ারি) নওগাঁ জেলা ছাত্রলীগের আয়োজনে সকাল ৯ টায় আওয়াামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় ৪ (চার) নেতার প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও কেক কেটে নানা আয়োজনে উদযাপন করা হয়।
এর পর দুপুরে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ সদর (নওগাঁ-৫) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল (জন), জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান (রেজভী), সাধারন সম্পাদক আমানুজ্জামান (শিউল)।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম), সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিম আহম্মেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আক্তার,সাধারন সম্পাদক লিপি সাহা, জেলা যুব মহিলালীগের সভাপতি নাতিশা আলম, সাধারন সম্পাদক ফেন্সি চৌধুরী প্রমুখ।
বক্তারা বাংলাদেশ ছাত্রলীগ এর দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮ এর আইয়ুববিরোধী আন্দোলন, ৬২ এর শিক্ষা আন্দোলন ও ৬৬ এর ছয় দফার পক্ষে অসাধারণ ভূমিকা পালন।
৬৯ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করা, ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন। এ ছাড়া ও এলাকা থেকে নেতৃত্ব প্রদান করে এক বিরাট বর্নাঢ্য শোভাযাত্রা নিয়ে নওগাঁ জেলা ছাত্রলীগের পরিশ্রমী ছাত্রনেতা দেওয়ান মোঃসুনাম রহমান এবং ছাত্রনেতা মোঃনাঈমুর রহমান।