ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ Logo ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়: শাকিব খান Logo যুক্তরাজ্যে গেলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু! Logo নওগাঁ ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা Logo নির্বাচন দ্রুত হওয়া প্রয়োজন, নয়তো ষড়যন্ত্র বাড়বে: তারেক রহমান Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা

চট্টগ্রামে দেয়াল ধসে দুই শ্রমিক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর জুবিলী রোড এলাকায় একটি নির্মাণাধীন সীমানা দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. সালাউদ্দিন (২০) এবং মো. শুক্কুর (১৮)।

শনিবার বেলা সোয়া ১২টার দিকে জুবিলী রোড এলাকায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের বিপরীত পাশে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি থানার ওসি মো. মহসিন জানান, সালাউদ্দিন ঘটনাস্থলে এবং শুক্কুর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।

নির্বাচন কমিশন কার্যালয়ের পাশেই একটি খোলা জায়গায় সীমানা দেয়াল নির্মাণের কাজ চলছিল। স্থানটি গীর্জার মাঠ নামে স্থানীয়দের কাছে পরিচিত।

সেখানে আগে পাহাড়ি টিলা ছিল। সম্প্রতি একটি প্রতিষ্ঠান সরকারি জায়গাটি লিজ নিয়ে মাটি কেটে সমান করে। এখন চারপাশে সীমানা প্রাচীর দেওয়ার কাজ চলছে।

ওসি মহসিন বলেন, নির্মাণাধীন প্রাচীর ভেঙে একজন নিহত হওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে আসে। এখান থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ২টার দিকে শুক্কুর মারা যান।

ওসি মহসিন বলেন, আমরা জানতে পেরেছি সাহেদ নামে এক ব্যক্তি দুই বছরের জন্য জায়গাটি লিজ নিয়ে সেখানে অস্থায়ীভাবে গোডাউন নির্মাণ করছিল।

সাবেক ওয়ার্ড কাউন্সিলর এমএ মালেক জানান, দুবাই-বাংলা করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান জায়গাটি ইজারা নিয়েছিল। নিহত দুই শ্রমিক এনায়েত বাজার তুলাতলী এলাকার বাসিন্দা বলে জানান তিনি।

নিহত সালাউদ্দিনের বড় বোন রিমা আক্তার জানান, বাবা-মা মারা যাওয়ার পর সালাউদ্দিন তার বাসায় থাকেন। গত এক মাস ধরে তিনি এখানে কাজ করছিলেন। যে স্থানে দুর্ঘটনা ঘটেছে সে এলাকাটি চট্টগ্রাম সিটি করপোরেশনের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের অধীনে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের নন্দন কানন স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, নির্মাণাধীন সীমানা প্রাচীরটি এখনও শক্ত হয়নি। প্রাচীর শক্ত হওয়ার আগেই সেখানে মাটি ভরাট করা হয়েছে। নির্মাণ কাজে গাফিলতির কারণেই এ দুর্ঘটনা।

ট্যাগস

বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

চট্টগ্রামে দেয়াল ধসে দুই শ্রমিক নিহত

আপডেট সময় ০৫:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর জুবিলী রোড এলাকায় একটি নির্মাণাধীন সীমানা দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. সালাউদ্দিন (২০) এবং মো. শুক্কুর (১৮)।

শনিবার বেলা সোয়া ১২টার দিকে জুবিলী রোড এলাকায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের বিপরীত পাশে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি থানার ওসি মো. মহসিন জানান, সালাউদ্দিন ঘটনাস্থলে এবং শুক্কুর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।

নির্বাচন কমিশন কার্যালয়ের পাশেই একটি খোলা জায়গায় সীমানা দেয়াল নির্মাণের কাজ চলছিল। স্থানটি গীর্জার মাঠ নামে স্থানীয়দের কাছে পরিচিত।

সেখানে আগে পাহাড়ি টিলা ছিল। সম্প্রতি একটি প্রতিষ্ঠান সরকারি জায়গাটি লিজ নিয়ে মাটি কেটে সমান করে। এখন চারপাশে সীমানা প্রাচীর দেওয়ার কাজ চলছে।

ওসি মহসিন বলেন, নির্মাণাধীন প্রাচীর ভেঙে একজন নিহত হওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে আসে। এখান থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ২টার দিকে শুক্কুর মারা যান।

ওসি মহসিন বলেন, আমরা জানতে পেরেছি সাহেদ নামে এক ব্যক্তি দুই বছরের জন্য জায়গাটি লিজ নিয়ে সেখানে অস্থায়ীভাবে গোডাউন নির্মাণ করছিল।

সাবেক ওয়ার্ড কাউন্সিলর এমএ মালেক জানান, দুবাই-বাংলা করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান জায়গাটি ইজারা নিয়েছিল। নিহত দুই শ্রমিক এনায়েত বাজার তুলাতলী এলাকার বাসিন্দা বলে জানান তিনি।

নিহত সালাউদ্দিনের বড় বোন রিমা আক্তার জানান, বাবা-মা মারা যাওয়ার পর সালাউদ্দিন তার বাসায় থাকেন। গত এক মাস ধরে তিনি এখানে কাজ করছিলেন। যে স্থানে দুর্ঘটনা ঘটেছে সে এলাকাটি চট্টগ্রাম সিটি করপোরেশনের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের অধীনে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের নন্দন কানন স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, নির্মাণাধীন সীমানা প্রাচীরটি এখনও শক্ত হয়নি। প্রাচীর শক্ত হওয়ার আগেই সেখানে মাটি ভরাট করা হয়েছে। নির্মাণ কাজে গাফিলতির কারণেই এ দুর্ঘটনা।