গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে দুর্গম চরের একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় (১৫) এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী।
সকালের দিকে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডি গ্রামের আন্ডারচরের ভুট্টা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। দুপুরে ময়নাতদন্তের জন্য লাশটি গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনায় ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করা হয়।
অজ্ঞাত ওই যুবতীর পড়নে লাল-কালো রঙের জামা পড়া ছিল। আনুমানিক ১৫ থেকে ১৬ বছরের ওই যুবতীর গলা ও ডান চোখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর ভুট্টা ক্ষেতে মরদেহ ফেলে রাখা হয়। মরদেহের পরিচয় সনাক্তসহ ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।