স্টাফ রিপোর্টার, নওগাঁঃ কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরে গ্রেফতারকৃত ও এর নেপথ্যে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে শহরের মুক্তির মোড়ে বঙ্গবন্ধু পরিষদ নওগাঁ জেলা শাখার উদ্যোগে মানব বন্ধনের আয়োজন করা হয়।
মানব বন্ধনে বক্তারা বলেন বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব তাই যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা করেছে তারা বাংলাদেশের নাগরিক থাকার অধিকার হারিয়েছে।
অবিলম্বে ভাস্কর্য ভাংচুর ও এর নেপথ্যে জড়িতদের নাগরিকত্ব বাতিলের দাবী জানানো হয়।
বঙ্গবন্ধু পরিষদ নওগাঁ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনের সভাপতিত্বে পরিষদের সদস্য আব্দুল্লাহ আল হাদী তিতাসের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ জাহাঙ্গীর সোহেল,
জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তোতা, শিক্ষক নেতা জহুরুল, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক শুভাশীষ ঘোষ, দপ্তর সম্পাদক অসীম কুমার, সদস্য রনি ৪ নং ওয়ার্ড সভাপতি স্বপন,
জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন, সাংগঠনিক সম্পাদক স্পন্দন, পৌর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক রিজেন্ট প্রমুখ।