পত্নীতলায়, নওগাঁ প্রতিনিধিঃ “ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীদের অবদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেতন বৈষম্য নিরসনের দাবীতে নওগাঁর পত্নীতলা উপজেলা স্বাস্থ্য সহকারী এ্যাসোসিয়েশনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সারা দেশের ন্যায় সোমবার সকালে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, মাঠ কর্মচারী এ্যাসোসিয়েশন ও হেল্থ ইন্সপেক্টর সেন্টোরাল এ্যাসোসিয়েশন এই কর্মবিরতি কর্মসূচীতে অংশ নেয়।
সংগঠনের উপজেলা সভাপতি শরিফুল ইসলাম তার বক্তব্য তুলে ধরে বলেন, ১৯৯৮ ও ২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা এবং ২০২০ সালে স্বাস্থ্য মন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক -১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩-তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসন করা হবে। কিন্তু তা আজও বাস্তবায়িত হয়নি।
সংগঠনটির সাঃ সম্পাদক সাজেদুল ইসলাম সাজু বলেন, অন্যান্য ডিপার্টমেন্ট গরু ছাগলকে টিকা দিয়ে টেকনিক্যাল মর্যাদা পাচ্ছে অথচ আমরা মানুষকে টিকা দিয়েও সেই মর্যাদা পাচ্ছিনা এমন বৈষম্য দূর করা উচিৎ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাদের দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম, স্বাস্থ্য পরিদর্শক মোবারক আলী, আনিসুর রহমান, স্বাস্থ্য সহকারী নাদিরা বেগম, শাহানাজ বেগম, নুশরাত জাহান, মোজাহারুল হক, রুবেল হোসেন, আমিনুল হক, মাহাবুব শাহ্ সহ স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক নজিপুর পৌরসভা সহ উপজেলার ১১টি ইউনিয়নের স্বাস্থ্য সহকারীরা।