গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামে দোকান ঘরের ভাড়া তোলাকে কেন্দ্র করে সোমবার রাত সাড়ে ৮টায় বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই শাপলা মিয়া (৪০) নিহত হয়েছে।
নিহত শাপলা মিয়া ওই গ্রামের আলহাজ্ব আলা উদ্দীনের ছেলে।
জানা গেছে, মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামে আদম আলী (৫০) ও তার ছোট ভাই শাপলা মিয়ার সাথে জমাজমি ও দোকানের ভাড়া তোলা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে ওইদিন রাত সাড়ে ৮ টায় ঢোলভাংগা বাজারের জিয়া টেইলারিংয়ের সামনে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই শাপলা মিয়া প্রথমে বড় ভাই আদম আলী লাঠি দিয়ে মাথায় করে। এতে সে আহত হয়।
সঙ্গে সঙ্গেই বড় ভাই পাশের দোকান থেকে একটি ধারালো অস্ত্র নিয়ে ছোট ভাই শাপলার শরীরে বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। এতে শাপলা গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়।
এসময় স্থানীয়ারা গুরুতর আহত অবস্থায় শাপলাকে উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।