লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান (৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার পূর্ব নওদাবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সে ওই এলাকার নুর আলমের ছেলে এবং কাসেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
নওদাবাস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অশ্বিনী কুমার বসুনিয়া জানান, নিজেদের বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।