ময়মনসিংহ পুতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে ব্রিফকেসের ভেতরে থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার গঙ্গাশ্রম এলাকার ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন বলেন, ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর সীমান্তবর্তী গৌরীপুর উপজেলা গঙ্গাশ্রম এলাকায় জোড়া কালভার্টের নিচে একটি ব্রিফকেস পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।
ব্রিফকেস দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে ব্রিফকেস উদ্ধার করে তার ভেতরে আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর মরদেহ দেখতে পায়।
তিনি আরও জানান, ব্রিফকেসের ভেতরে একাধিক ইট ছিল। ধারণা করা হচ্ছে ব্রিজের নিচে পানিতে ব্রিফকেস বন্দি মরদেহ ডুবিয়ে ফেলতে ইট ভরা হয়েছিল। পুলিশ ঘটনা তদন্ত করে তার পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে।