মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে সরকার দেশের সকল সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্ত¡শাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিলেও নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বেশ কয়েকটি সরকারি অফিসে সে নির্দেশ পালন করা হয়নি।
সরেজমিনে দেখা যায়, মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কমপ্লেক্স, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভবন, থানা ভবন, প্রাণি সম্পদ কার্যালয়, জাহাঙ্গীরপুর সরকারি কলেজ, বিভিন্ন সরকারি ও বেসরারি ব্যাংক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও মহাদেবপুর সাব-রেজিষ্ট্রি অফিস, উপজেলা শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, পোষ্ট অফিস প্রভৃতি সরকারি অফিসে এবং বেশীরভাগ বেসরকারি ভবনে এদিন জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।
জানতে চাইলে, মহাদেবপুরের ভারপ্রাপ্ত সাব-রেজিষ্ট্রার নাজমুল হাসান জানান, তিনি দু’সপ্তাহ আগে এই উপজেলার দায়িত্ব পান। প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার অফিস করেন।
তাই তিনি শুক্রবার ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উপলক্ষে অফিসে পতাকা উত্তোলন করা হলো কিনা তা তিনি জানেন না। মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান মোবাইলফোনে কথা বলতে রাজি হননি।
উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আকতার অপু প্রতিবেদকের ফোন রিসিভ করেননি। মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান মিলন জানান, পতাকা উত্তোলনের বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে