ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী এন্দোয়া ফুটবল মাঠে উদ্বোধন করা হয়েছে আন্তঃ ইউনিয়ন মজিবুর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা।
শুক্রবার বিকেল ৪টায় মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এবং গ্রীণ ভয়েস,আগ্রাদ্বিগুন ফুটবল টিম,আগ্রাদ্বিগুন হৃদয় মানবতাবাদী গোষ্ঠি, সোনালী স্বপ্ন ও তরুণ প্রজন্ম এর আয়োজনে উপজেলার ৮টি টিম নিয়ে এ প্রতিযোগিতা শুরু হয়।
ৎফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করেন আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ছালেহ উদ্দীন। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবু সুফিয়ান খান বাবু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেনের সভাপতি গ্রীণ ভয়েস বাংলাদেশের প্রতিষ্ঠাতা বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক মো.আলমগীর কবির,ধামইরহাট ইউপি চেয়ারম্যান মো.কামরুজ্জামান,অধ্যক্ষ মোজাফ্ফর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান,সহকারি শিক্ষক আবু মুসা,মো.আবুল কালাম মন্ডল,এন্দোয় আদর্শ ক্লাবের সভাপতি লুৎফর রহমান,সম্পাদক মহসিন রেজা,আসাদুর রহমান শাহীন,মো.কাওসার,আইনুল হক শিবলু প্রমুখ।
উপজেলার ৮টি ইউনিয়ন দল নিয়ে নক আউট পদ্ধতিতে এ টুর্ণামেন্ট শুরু হয়। উদ্বোধনী দিনে আগ্রাদ্বিগুন ও ধামইরহাট ইউনিয়নের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।