ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সহজেই রান্না করুন গরুর মাংসের শাহী রেজালা

রেসিপি ডেস্ক: শাহী খাবার মানেই রাজকীয় একটা আমেজ। গরুর মাংসের শাহী রেজালা ভীষণ লোভনীয় একটি খাবার। 
এর সুঘ্রাণেই জিভে জল চলে আসতে বাধ্য। পোলাও কিংবা পরোটার সঙ্গে খেতে বেশ লাগে এই রেজালা।
চলুন রেসিপি জেনে নেয়া যাক-
উপকরণ: গরুর মাংস-১ কেজি, আদা বাটা-১ টেবিল চামচ, রসুন বাটা- ১ চা চামচ, ধনে বাটা- ১ চা চামচ, জিরা বাটা- ১ চা চামচ, হলুদ গুঁড়া- ১/২ চা চামচ, পেঁয়াজ তুচি- ১ কাপ, পোস্তদানা বাটা- ১ টেবিল চামচ, টক দই- ১/২ কাপ, কাঁচা মরিচ (আধাফালি)- ১৫-২০টি, কিসমিস- ২ টেবিল চামচ, গরম মসলা ১ চা চামচ, ঘি- ১/২ কাপ, তেল- ১/২ কাপ, মাওয়া- ২ টেবিল চামচ, গোলাপজল- ১ টেবিল চামচ।

প্রণালি: তেল, ঘি, পেঁয়াজ, কাচামরিচ, কিসমিস ছাড়া মাংস ছোট টুকরা করে সব মশলা মাখিয়ে ৫-৬ ঘণ্টা ফ্রিজে রেখে দিতে হবে। হাঁড়িতে তেল ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিয়ে মাংস দিয়ে কষাতে হবে। এরপর বেরেস্তা মেশাতে হবে। কষানো হলে ২-৩ কাপ পানি দিয়ে ঢেকে সিদ্ধ না হওয়া পর্যন্ত অল্প আঁচে রেখে দিতে হবে। ব্যস, তৈরি হয়ে গেল গরুর মাংসের শাহী রেজালা। বিডিটুডেস/এএনবি/ ১৮ আগস্ট, ২০২০

ট্যাগস

সহজেই রান্না করুন গরুর মাংসের শাহী রেজালা

আপডেট সময় ০৭:৩৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
রেসিপি ডেস্ক: শাহী খাবার মানেই রাজকীয় একটা আমেজ। গরুর মাংসের শাহী রেজালা ভীষণ লোভনীয় একটি খাবার। 
এর সুঘ্রাণেই জিভে জল চলে আসতে বাধ্য। পোলাও কিংবা পরোটার সঙ্গে খেতে বেশ লাগে এই রেজালা।
চলুন রেসিপি জেনে নেয়া যাক-
উপকরণ: গরুর মাংস-১ কেজি, আদা বাটা-১ টেবিল চামচ, রসুন বাটা- ১ চা চামচ, ধনে বাটা- ১ চা চামচ, জিরা বাটা- ১ চা চামচ, হলুদ গুঁড়া- ১/২ চা চামচ, পেঁয়াজ তুচি- ১ কাপ, পোস্তদানা বাটা- ১ টেবিল চামচ, টক দই- ১/২ কাপ, কাঁচা মরিচ (আধাফালি)- ১৫-২০টি, কিসমিস- ২ টেবিল চামচ, গরম মসলা ১ চা চামচ, ঘি- ১/২ কাপ, তেল- ১/২ কাপ, মাওয়া- ২ টেবিল চামচ, গোলাপজল- ১ টেবিল চামচ।

প্রণালি: তেল, ঘি, পেঁয়াজ, কাচামরিচ, কিসমিস ছাড়া মাংস ছোট টুকরা করে সব মশলা মাখিয়ে ৫-৬ ঘণ্টা ফ্রিজে রেখে দিতে হবে। হাঁড়িতে তেল ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিয়ে মাংস দিয়ে কষাতে হবে। এরপর বেরেস্তা মেশাতে হবে। কষানো হলে ২-৩ কাপ পানি দিয়ে ঢেকে সিদ্ধ না হওয়া পর্যন্ত অল্প আঁচে রেখে দিতে হবে। ব্যস, তৈরি হয়ে গেল গরুর মাংসের শাহী রেজালা। বিডিটুডেস/এএনবি/ ১৮ আগস্ট, ২০২০


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471