ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বয়সের ভার ছুঁতে পারেনি শতবর্ষী মজিরকে

যে বয়সে সঙ্গের সঙ্গীরা পাড়ি জমিয়েছেন পরপারে।ঠিক সেই বয়সে এখনো নিজের কর্ম নিজেই করে যাচ্ছেন নওগাঁ নিয়ামতপুর উপজেলা চন্দননগর ইউনিয়নের করমজাই গ্রামের বৃদ্ধ মজির উদ্দিন।

বৃদ্ধ মজির উদ্দিন দাবি করেছেন শত বছরের গণ্ডি পার করে তার বর্তমান বয়স ১২১ পার হতে চলছে। কিন্তু ন্যাশনাল আইডি কার্ডের তথ্য অনুযায়ী বর্তমান তার বয়স ৯৮ বছর। তবে কি! যেখানে গড় আয়ু ৬৩ বছর। সেখানে ৯৮ বছর বয়সেও জীবনের ক্লান্তি তাকে ছুঁতে পারেনি। যুগ যুগ ধরে কঠোর পরিশ্রমে তাকে অলসতা কখনো ছুঁতে পারেনি।

এখনো গ্রামীন সাপ্তাহিক বাজারগুলোতে প্রতিনিয়ত ছুটছেন ফল ও সবজি বিজ বিক্রি করার লক্ষ্যে। এই বয়সেও মজির উদ্দিন চাষ করছেন পিয়াজ, সিম সহ একাধিক কাঁচা সবজি। নিজেই এসব সবজি চাষাবাদ করে অবসর সময় পার করছেন। খুব সকাল সকাল বাসা থেকে বের হয়ে যান মজির উদ্দিন। ফসলি মাঠ, সাপ্তাহিক বাজার চৌশে রাতে ফেরেন বাসায়।

মজির উদ্দিন জীবন দশায় তিনটি বিয়ে করেছে । দুটি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর তৃতীয় স্ত্রীর সঙ্গে সংসার করেছেন মজির উদ্দিন। জীবনের শেষ সময় পর্যন্ত এই স্ত্রীর সঙ্গেই থাকতে চান তিনি। ৩ স্ত্রীর সংমিশ্রণে ১০ সন্তানের জনক মজির উদ্দিন। এর মধ্যে একটি সন্তান মারা গেছেন। বেঁচে আছে ৯ টি সন্তান।

বর্তমান ছেলেদের সংসারেই আছেন মজির উদ্দিন। তবে শেষ বয়সেও কারো কাছে হাত পাততে চাননা তিনি। তাই জীবনের এই সময়েও নিজেই দৌড়াচ্ছেন জীবন জীবিকার তাগিদে। সন্তানেরা একাধিক বার নিষেধ করলেও তা কর্ণপাত করেন না তিনি।

চতুর্থ শ্রেনী পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছেন মজির উদ্দিন। কিন্তু খুধার জ্বালায় শিক্ষা জীবন ত্যাগ করে বেছে নেন হাল, কৃষি। এলাকাবাসীরা জানান, এলাকার বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসেন মজির উদ্দিন।

 

ট্যাগস

বয়সের ভার ছুঁতে পারেনি শতবর্ষী মজিরকে

আপডেট সময় ০৫:৩৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

যে বয়সে সঙ্গের সঙ্গীরা পাড়ি জমিয়েছেন পরপারে।ঠিক সেই বয়সে এখনো নিজের কর্ম নিজেই করে যাচ্ছেন নওগাঁ নিয়ামতপুর উপজেলা চন্দননগর ইউনিয়নের করমজাই গ্রামের বৃদ্ধ মজির উদ্দিন।

বৃদ্ধ মজির উদ্দিন দাবি করেছেন শত বছরের গণ্ডি পার করে তার বর্তমান বয়স ১২১ পার হতে চলছে। কিন্তু ন্যাশনাল আইডি কার্ডের তথ্য অনুযায়ী বর্তমান তার বয়স ৯৮ বছর। তবে কি! যেখানে গড় আয়ু ৬৩ বছর। সেখানে ৯৮ বছর বয়সেও জীবনের ক্লান্তি তাকে ছুঁতে পারেনি। যুগ যুগ ধরে কঠোর পরিশ্রমে তাকে অলসতা কখনো ছুঁতে পারেনি।

এখনো গ্রামীন সাপ্তাহিক বাজারগুলোতে প্রতিনিয়ত ছুটছেন ফল ও সবজি বিজ বিক্রি করার লক্ষ্যে। এই বয়সেও মজির উদ্দিন চাষ করছেন পিয়াজ, সিম সহ একাধিক কাঁচা সবজি। নিজেই এসব সবজি চাষাবাদ করে অবসর সময় পার করছেন। খুব সকাল সকাল বাসা থেকে বের হয়ে যান মজির উদ্দিন। ফসলি মাঠ, সাপ্তাহিক বাজার চৌশে রাতে ফেরেন বাসায়।

মজির উদ্দিন জীবন দশায় তিনটি বিয়ে করেছে । দুটি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর তৃতীয় স্ত্রীর সঙ্গে সংসার করেছেন মজির উদ্দিন। জীবনের শেষ সময় পর্যন্ত এই স্ত্রীর সঙ্গেই থাকতে চান তিনি। ৩ স্ত্রীর সংমিশ্রণে ১০ সন্তানের জনক মজির উদ্দিন। এর মধ্যে একটি সন্তান মারা গেছেন। বেঁচে আছে ৯ টি সন্তান।

বর্তমান ছেলেদের সংসারেই আছেন মজির উদ্দিন। তবে শেষ বয়সেও কারো কাছে হাত পাততে চাননা তিনি। তাই জীবনের এই সময়েও নিজেই দৌড়াচ্ছেন জীবন জীবিকার তাগিদে। সন্তানেরা একাধিক বার নিষেধ করলেও তা কর্ণপাত করেন না তিনি।

চতুর্থ শ্রেনী পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছেন মজির উদ্দিন। কিন্তু খুধার জ্বালায় শিক্ষা জীবন ত্যাগ করে বেছে নেন হাল, কৃষি। এলাকাবাসীরা জানান, এলাকার বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসেন মজির উদ্দিন।

 


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471