বরিশাল প্রতিনিধিঃ বরিশালের গৌরনদী উপজেলায় পানিতে ডুবে মারিয়া আক্তার (৬) নামের এক শিশু ও আগৈলঝাড়া উপজেলায় আবুল হোসেন মোল্লা (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মারিয়া আক্তার গৌরনদী উপজেলার বাঘার গ্রামের বাবু কবিরাজের মেয়ে। আবুল হোসেন মোল্লা আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নে অশোকসেন এলাকার মৃত রাহেন মোল্লার ছেলে।
মারিয়ার স্বজনরা জানান, সবার অজান্তে সোমবার (১০ আগস্ট) দুপুর ২ টার দিকে সুমাইয়া বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। সুমাইয়াকে বাড়ির লোকজন দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।
একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরিবারের লোকজন তাকে দ্রুত গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
গৌরনদী থানা পুলিশের ওসি গোলাম ছরোয়ার জানান, বিষয়টি তার জানা নেই। তবে ওই গ্রামে পুলিশ পাঠিয়ে খোঁজ নিয়ে দেখবেন।
আগৈলঝাড়া থানা পুলিশের ওসি মো. আফজাল হোসেন জানান, আবুল হোসেন মোল্লা ভোরে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য বাড়ির পাশের পুকুরে যান।
এসময় পা পিছলে পুকুরে পড়ে যান আবুল হোসেন মোল্লা। প্রায় ঘণ্টা খানেক পর এক প্রতিবেশী পুকুরে মৃতদেহ ভাসতে দেখে আবুল হোসেন মোল্লার-
পরিবারের সদস্যদের খবর দেন। পরে মৃত অবস্থায় তাকে পুকুর থেকে তুলে আনা হয়। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।