অর্থনীতি ডেস্কঃ কোরবারনির ইদের পর পশুর চামড়া পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের মতো ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিযুক্ত করলে কঠোর ব্যবস্থা নেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
এ বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কোরবানির পর কাঁচা চামড়া বহন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের কাজে শিশুদের নিযুক্ত করার প্রবণতা লক্ষ্য করা যায়। চামড়া প্রক্রিয়াকরণে এসিডসহ অন্যান্য-
রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করার কারণে এবং চামড়া শিল্পের পরিবেশটি অস্বাস্থ্যকর ও দুর্গন্ধযুক্ত হওয়ায় তা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ক্ষতিকর প্রভাব ফেলে।
সরকার ঘোষিত ঝুঁকিপূর্ণ কাজের তালিকাতেও চামড়া শিল্পের বিষয়টি অন্তর্ভুক্ত আছে। তাই আসন্ন ইদুল আজহা উপলক্ষ্যে ট্যানারি শিল্পসহ-
অন্য কোথাও চামড়া পরিবহন ও প্রক্রিয়াকরণের কাজে যেন শিশুদের নিযুক্ত করা না হয় সে বিষয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হলো।
এ বিষয়ে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।