বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এক মাস পূর্ণ হয়েছে সম্প্রতি। গত ১৪ জুন নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন এই তরুণ অভিনেতা।
যদিও তার মৃত্যু এক রহস্য হয়েই থেকে গেছে সবার কাছে। এই মৃত্যুকে স্রেফ আত্মহত্যা বলে মেনে নিতে রাজি নন অনেকেই। ভক্তরা চায় এ মৃত্যুর সঠিক তদন্ত করে সঠিক বিচার।
সে প্রেক্ষিতে মুম্বাই পুলিশ তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। এই অভিনেতাকে আত্মহত্যার প্ররোচণা দেওয়ার অভিযোগ উঠেছে অনেকের বিরুদ্ধে। এ বিষয়ে জেরা করা হয়েছেন তার ঘনিষ্ঠ বান্ধবীদের, প্রযোজক ও পরিচালকদের।
সুশান্তের মৃত্যুর পর তার বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আঙুল তুলতে শুরু করেন নেটিজেনদের একাংশ।
মহেশ ভাটের নির্দেশে রিয়া চক্রবর্তী সুশান্তকে দিনের পর দিন ধরে মানসিক অবসাদের দিকে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ করেন অনেকে।
ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা গেছে রিয়া চক্রবর্তীর জীবন এখন হুমকীর মধ্যে। রিয়া যদি নিজে থেকে আত্মহত্যা না করেন,-
তাহলে লোক পাঠিয়ে তাকে ধর্ষণ করা হবে ও খুন করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। নিজের ইনস্টাগ্রামে হুমকি পোস্ট করে সাইবার ক্রাইমের সাহায্য চেয়েছেন রিয়া।
রিয়ার অভিযোগ করেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে হুমকি দেওয়া হচ্ছে তাকে। কখনও ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হয়েছে।
আবার কখনও অশ্লীল শব্দ ব্যবহার করে অপমান করা হচ্ছে। গত এক মাস ধরে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য তিনি করেননি।
কিন্তু এবার বাধ্য হয়েই তিনি সাইবার ক্রাইমের সাহায্য চাইছেন রিয়া। সামাজিক মাধ্যমে যে বা যারা তাকে খুন, ধর্ষণের হুমকি দিচ্ছেন, তাদের বিরুদ্ধে বিচার চেয়ে সাইবার ক্রাইমের দ্বারস্থ হন রিয়া।