ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পাঁচজন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মুক্তাগাছা উপজেলার মো. আসাদ আলী (৪৫), মো. মিস্টার (৪৮), মো. রাশেদ (৩২), মো. বাছেদ আলী (২৬) ও মোখলেছুর রহমান (৩২)।
রোববার (১২ জুলাই) বিকেল ৫টায় ময়মনসিংহ র্যাব-১৪-এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে পাঁচজনকে-
গ্রেফতারের বিষয়টি জানানো হয়েছে। রোববার ভোরে উপজেলার কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১৪-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. তৌফিকুল আলম বলেন, জেএমবির সদস্যরা নাশকতার পরিকল্পনা করছে- এমন সংবাদের ভিত্তিতে উপজেলার কুড়িপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় কয়েকজন পালিয়ে যান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদেরকে মুক্তাগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।