নাটোর প্রতিনিধিঃ নাটোরে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ হাবিবুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) সদস্যরা।
শনিবার (২৭ জুন) সকাল ১১টার সময় র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (২৬ জুন) দিনগত রাতে জেলার সদর-
উপজেলার পশ্চিম বড়গাছা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হাবিবুর রহমান রাজশাহীর পুঠিয়া উপজেলার পশ্চিম বারুইপাড়া গ্রামের মৃত ইসমাইল শেখ গেন্দার ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল-
শুক্রবার দিনগত রাতে কোম্পানি কমান্ডার এএসপি মো. রাজিবুল আহসানের নেতৃত্বে সদর থানাধীন পশ্চিম বড়গাচা গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
এসময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন, দুইটি সিম কার্ডসহ হাবিবুর রহমানকে হাতেনাতে আটক করা হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জব্দকৃত পিস্তল বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেন। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা রয়েছে।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার (এএসপি) মো. রাজিবুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।