ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা Logo আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার Logo আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন বাহারুল আলম Logo সিরিয়ার ঐতিহ্যবাহী পালমিরা শহরে ইসরায়েলি ভয়াবহ হামলায়, নিহত ৩৬, আহত ৫০ Logo ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় চালকদের বিক্ষোভ

নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে ফিরলেন আফগান উইকেটরক্ষক

উইকেটরক্ষক আফসার জাজাই

ক্রীড়া ডেস্কঃ   প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে গত কয়েক মাস ধরেই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট।

মহামারির কারণে অন্যান্য দেশগুলোর মতো আফগানিস্তানেও ক্রিকেট পুরোপুরি বন্ধ। আফগান ক্রিকেট বোর্ডেও দেখা দিয়েছে অর্থনৈতিক মন্দা, বেতন কাটা হয়েছে সংশ্লিষ্টদের।

তবে চলতি মাসে ঘুরে দাঁড়ানোর পথে পা বাড়িয়েছে আফগান বোর্ড। এরই মধ্যে শুরু হয়েছে ক্রিকেটারদের অনুশীলন।

যদিও জানা নেই, কবে বা কাদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে আফগানিস্তান। অনুশীলনে ফেরার মাধ্যমে ইতিবাচক এক বার্তাই পেয়েছেন রশিদ খান, মোহাম্মদ নাবীরা।

কিন্তু এর মধ্যেই এলো দুঃসংবাদ। ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন দলের ২৬ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান আফসার জাজাই।

অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। হালকা আঘাত পেয়েছেন মাথায়। তবে দুর্ঘটনায় পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে তার গাড়ি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক মিডিয়া ম্যানেজার এবং সিনিয়র সাংবাদিক মোহাম্মদ ইব্রাহিম মোমাঁদ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছেন এ খবর। শনিবার (২০ জুন) রাতে আফসার ও তার দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ছবি পোস্ট করেছেন মোমাঁদ।

যেখানে তিনি লিখেছেন, ‘জাতীয় ক্রিকেটার, উইকেটরক্ষক ব্যাটসম্যান আফসার জাজাই ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।

তার গাড়ির অনেক ক্ষতি হয়েছে এবং সে মাথায় হালকা ব্যথা পেয়েছে। আল্লাহ তোমার সহায় হন। দ্রুত সুস্থতা কামনা করছি।’

বর্তমান আফগান দলের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান আফসার জাজাই।

মাত্র ১৯ বছর বয়সে ২০১৩ সালে আন্তর্জাতিক মঞ্চে পা রেখেছেন তিনি। তবে গত সাত বছরে সে তুলনায় তেমন সুযোগ পাননি আফসার। সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৭ সালে।

এখনও পর্যন্ত ৩ টেস্ট, ১৭ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি খেলেছেন আফসার। টেস্টে ৩ ম্যাচে ১৩৫ রান ও ৬ ডিসমিসাল, ওয়ানডেতে ২৬৪ রান ও ২২ ডিসমিসাল এবং একমাত্র টি-টোয়েন্টিতে ৯ রান করে একটি স্টাম্পিং করেছিলেন তিনি।

 

ট্যাগস

আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে ফিরলেন আফগান উইকেটরক্ষক

আপডেট সময় ০৫:০৯:১০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০

ক্রীড়া ডেস্কঃ   প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে গত কয়েক মাস ধরেই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট।

মহামারির কারণে অন্যান্য দেশগুলোর মতো আফগানিস্তানেও ক্রিকেট পুরোপুরি বন্ধ। আফগান ক্রিকেট বোর্ডেও দেখা দিয়েছে অর্থনৈতিক মন্দা, বেতন কাটা হয়েছে সংশ্লিষ্টদের।

তবে চলতি মাসে ঘুরে দাঁড়ানোর পথে পা বাড়িয়েছে আফগান বোর্ড। এরই মধ্যে শুরু হয়েছে ক্রিকেটারদের অনুশীলন।

যদিও জানা নেই, কবে বা কাদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে আফগানিস্তান। অনুশীলনে ফেরার মাধ্যমে ইতিবাচক এক বার্তাই পেয়েছেন রশিদ খান, মোহাম্মদ নাবীরা।

কিন্তু এর মধ্যেই এলো দুঃসংবাদ। ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন দলের ২৬ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান আফসার জাজাই।

অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। হালকা আঘাত পেয়েছেন মাথায়। তবে দুর্ঘটনায় পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে তার গাড়ি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক মিডিয়া ম্যানেজার এবং সিনিয়র সাংবাদিক মোহাম্মদ ইব্রাহিম মোমাঁদ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছেন এ খবর। শনিবার (২০ জুন) রাতে আফসার ও তার দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ছবি পোস্ট করেছেন মোমাঁদ।

যেখানে তিনি লিখেছেন, ‘জাতীয় ক্রিকেটার, উইকেটরক্ষক ব্যাটসম্যান আফসার জাজাই ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।

তার গাড়ির অনেক ক্ষতি হয়েছে এবং সে মাথায় হালকা ব্যথা পেয়েছে। আল্লাহ তোমার সহায় হন। দ্রুত সুস্থতা কামনা করছি।’

বর্তমান আফগান দলের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান আফসার জাজাই।

মাত্র ১৯ বছর বয়সে ২০১৩ সালে আন্তর্জাতিক মঞ্চে পা রেখেছেন তিনি। তবে গত সাত বছরে সে তুলনায় তেমন সুযোগ পাননি আফসার। সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৭ সালে।

এখনও পর্যন্ত ৩ টেস্ট, ১৭ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি খেলেছেন আফসার। টেস্টে ৩ ম্যাচে ১৩৫ রান ও ৬ ডিসমিসাল, ওয়ানডেতে ২৬৪ রান ও ২২ ডিসমিসাল এবং একমাত্র টি-টোয়েন্টিতে ৯ রান করে একটি স্টাম্পিং করেছিলেন তিনি।