আবহাওয়া ডেস্কঃ সারা দেশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঢাকার আকাশ সকাল থেকেই মেঘলা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামী ২৭ মে থেকে সারাদেশে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রবিবার (২৪ মে) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকায় সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। সারাদিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী ২৭ মে এর আগ পর্যন্ত ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। তবে হালকা বৃষ্টি হতে পারে।
আজ সকাল ৯টায় আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পযন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকা, টাঙ্গাইল ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।