বরিশাল প্রতিনিধিঃ বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করেছে জেলা ছাত্রলীগ।
বুধবার সংগঠনের প্যাডে জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত স্বাক্ষরিত এক চিঠিতে এই সুপারিশ করা হয়।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকার অভিযোগে গত ২৫ এপ্রিল সন্ধ্যায় সদর উপজেলার চরকাউয়া পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের কর্মী জাফর ইকবাল, মাহফুজ, পরিতোষ ও সুমনকে মারধর করে ছাত্রলীগ নেতা সুজন। এ ঘটনায় পল্লী বিদ্যুতের এজিএম মানবেন্দ্র সরকার বাদি হয়ে ২৬ এপ্রিল বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ অভিযুক্ত ছাত্রলীগ নেতা আশিকুর রহমান সুজনকে বহিষ্কারের জন্য সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদকের কাছে সুপারিশ করে চিঠি পাঠান।